
স্যার আশুতোষ কলেজের পাভেল মহাজনের প্রেসিডেন্ট’স রোভার স্কাউট পদক অর্জন
HindusNews ডেস্ক :
স্যার আশুতোষ সরকারি কলেজের রোভার স্কাউট ইউনিটের রোভার পাভেল মহাজন অর্জন করেছেন রোভারিংয়ের সর্বোচ্চ ও সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মাননা—প্রেসিডেন্ট’স রোভার স্কাউট (PRS) পদক। দীর্ঘদিনের অধ্যবসায়, শৃঙ্খলা ও মানবিক সেবার প্রতি অঙ্গীকারের স্বীকৃতি হিসেবে পাওয়া এই পদক কলেজের রোভার স্কাউট ইউনিটের জন্য এক ঐতিহাসিক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
সম্প্রতি অনুষ্ঠিত আনুষ্ঠানিক পদক প্রদান অনুষ্ঠানে পাভেলের সঙ্গে উপস্থিত ছিলেন রোভার স্কাউট লিডারসহ রোভার সংগঠনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে রোভার সংগঠনের এক নেতা বলেন, “পাভেলের এই সাফল্য বর্তমান ও আগামী দিনের রোভার ও গার্ল-ইন-রোভারদের জন্য অনন্য অনুপ্রেরণা। বহু চ্যালেঞ্জ অতিক্রম করে তিনি যে সাফল্য অর্জন করেছেন, তা সত্যিই প্রশংসনীয়।”
এ অর্জনের পেছনে সার্বিক সহযোগিতা ও প্রেরণা দেওয়ার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানানো হয় স্যার আশুতোষ সরকারি কলেজের প্রাক্তন গ্রুপ সভাপতি অধ্যক্ষ সাগর কান্তি দে, অধ্যক্ষ ড. পার্থ প্রতীম ধর এবং বর্তমান গ্রুপ সভাপতি অধ্যক্ষ প্রফেসর মো. জয়নাল আবেদীনকে। তাঁদের দিকনির্দেশনা ও সমর্থন রোভার ইউনিটের উন্নয়ন এবং পাভেলের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
রোভার স্কাউট ইউনিটের সদস্যরা জানান, পাভেলের এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়; বরং এটি পুরো ইউনিট, কলেজ এবং রোভারিংয়ের গৌরবকে আরও উচ্চে তুলে ধরেছে। একজন রোভার হিসেবে দায়িত্ববোধ, সেবামূলক কাজ এবং চরিত্র গঠনে তাঁর অবদান অন্যান্য সদস্যদেরও আরও উদ্দীপ্ত করবে বলে তারা আশা প্রকাশ করেন।
পাভেল মহাজনের এই গৌরবময় সাফল্য স্যার আশুতোষ সরকারি কলেজকে জাতীয় পর্যায়ে নতুনভাবে পরিচিত করল—একটি সেবা, মানবিকতা ও নেতৃত্বগুণে সমৃদ্ধ রোভার ইউনিট হিসেবে।