
সাধন দাশের চিকিৎসায় মানবিক সহায়তার আহ্বান
নিজস্ব প্রতিবেদক :
“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”—এই চিরন্তন মানবিক বাণীকে ধারণ করে রাউজান উপজেলার উত্তর গুজরা গ্রামের বাসিন্দা সাধন দাশের চিকিৎসায় আর্থিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন তাঁর পরিবার।
গত ১৯ এপ্রিল ২০২৪ তারিখে হঠাৎ স্ট্রোক করলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন সাধন দাশ। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। স্ট্রোকের কারণে তার ডান পা অবশ হয়ে গেছে, চিকিৎসা ভাষায় বলে পক্ষাঘাত। তিনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছেন না এবং প্রতিনিয়ত ব্যথা ও শারীরিক কষ্টে দিন পার করছেন।
চিকিৎসকদের মতে, জরুরি সার্জারি করাতে পারলে তিনি পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। তবে প্রয়োজনীয় এই চিকিৎসার ব্যয় অত্যন্ত বেশি হওয়ায় তা বহন করা তার পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না।
তিন কন্যাসন্তানের পড়াশোনা, সংসার ব্যয় এবং চিকিৎসার খরচ মিলিয়ে পরিবারটি চরম অর্থনৈতিক সংকটে পড়েছে। তাই দিশেহারা পরিবারটি সমাজের দানশীল মানুষ, প্রবাসী, বিত্তবান ও সকল মানবিক ব্যক্তির কাছে সহায়তার হাত বাড়ানোর অনুরোধ জানিয়েছেন।
উত্তর গুজরা আদ্যাপীঠ মন্দির-সংলগ্ন দাশপাড়ায় বসবাসকারী, স্বর্গীয় সোনা রাম দাশের পুত্র ও নীলা দাশের সন্তান সাধন দাশ বর্তমানে মানবিক সহযোগিতার অত্যন্ত প্রয়োজনীয়তায় দিন কাটাচ্ছেন। সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসার আশায় তিনি দেশ-সমাজের সকল মানুষের সহযোগিতা কামনা করেছেন।
সহযোগিতা পাঠানোর ঠিকানা:
বিকাশ/নগদ নম্বর: 📞 +880 1843-193920