
বানারীপাড়া বন্দর বাজারের মুদি ব্যাবসায়ী গৌরাঙ্গ মিস্ত্রির আকস্মিক মৃত্যু
সুমন দেবনাথ, বরিশাল প্রতিনিধি :
বরিশালের বানারীপাড়া পৌরসভার ০৩ নং ওয়ার্ড নিবাসী বন্দর বাজারের বিশিষ্ট মুদি ব্যাবসায়ী "গৌরাঙ্গ লাল মিস্ত্রি" ০৭ ডিসেম্বর রবিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে তাৎক্ষণিক বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। দীর্ঘক্ষণ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ ০৮ ডিসেম্বর সোমবার আনুমানিক রাত ৮ টা ৫০ মিনিটের সময় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পৃথিবীর মায়া মমতা ত্যাগ করে না ফেরার দেশে চলে যান।
সদ্য প্রয়াত গৌরাঙ্গ মিস্ত্রির দুই সন্তান(ছেলে)। মৃত্যুকালে তার বয়স হয়েছে আনুমানিক ৬৫ বছর। তিনি
বানারীপাড়া লোকনাথ মন্দিরের সাবেক প্রচার সম্পাদক উজ্জ্বল মিস্ত্রি ও সাবেক সদস্য ব্যবসায়ী উৎপল মিস্ত্রির পিতা। তার আকস্মিক মৃত্যুতে তাদের পারিবারিক অঙ্গনে অপূরনীয় শূন্যতার সৃষ্টি হয়।
বানারীপাড়া কেন্দ্রীয় হরিসভা মন্দির প্রাঙ্গণে, হরিসভা মন্দির ও লোকনাথ মন্দিরের যৌথ উদ্যোগে শেষ শ্রদ্ধা জানানো সহ তার আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়। প্রার্থনা শেষে তার মরদেহ পৈতৃক নিবাস বানারীপাড়ার বাইশারী ইউনিয়নের গরদ্বার গ্রামে শেষকৃত্য অনুষ্ঠানের পরে পারিবারিক শ্মশানে সমাহিত করা হবে।
এদিকে গৌরাঙ্গ মিস্ত্রির অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে বানারীপাড়া বন্দর বাজার ব্যাবসায়ী, বাজার হরিসভা মন্দির, সার্বজনীন লোকনাথ মন্দির, সার্বজনীন দুর্গা ও কালী মন্দির কমিটি সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।