
রোকেয়া পদক জিতে ইতিহাস গড়লেন নারী ফুটবলের উজ্জ্বল নক্ষত্র ঋতুপর্ণা চাকমা
HindusNews ডেস্ক :
বাংলাদেশ নারী ফুটবলের উঠতি তারকা ঋতুপর্ণা চাকমা অর্জন করলেন এক ঐতিহাসিক স্বীকৃতি। রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে তাকে প্রদান করা হয়েছে মর্যাদাপূর্ণ ‘বেগম রোকেয়া পদক ২০২৫’—‘নারী জাগরণ (ক্রীড়া)’ বিভাগে। বাংলাদেশে এই প্রথম কোনো ফুটবলার এ সম্মাননা পেলেন, আর নির্বাচিতদের মধ্যে তিনিই এবারের সর্বকনিষ্ঠ নারী।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের হাত থেকে এ সম্মাননা গ্রহণ করেন ঋতুপর্ণা চাকমা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকার ও প্রশাসনের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা, নারী অধিকারকর্মী ও ক্রীড়া অঙ্গনের বরেণ্য ব্যক্তিরা।
গত দুই বছরে নারী ফুটবলে বাংলাদেশের যে ঐতিহাসিক সাফল্য—তার কেন্দ্রে ছিলেন এই পাহাড়ি তরুণী। গত বছর টানা দ্বিতীয়বারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের মাধ্যমে নতুন যুগের সূচনা করে মেয়েরা। আর চলতি বছর এএফসি এশিয়ান কাপ ২০২৬–এ সরাসরি খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথমবারের মতো এশিয়ার সেরাদের আসরে জায়গা করে নেওয়ার এই যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ঋতুপর্ণা। মাঠে তার নৈপুণ্য, নির্ভরতা ও দৃঢ় মনোভাব দলকে এগিয়ে দিয়েছে একের পর এক অর্জনের দিকে।
নিজের এই সাফল্যে যেন আরও উজ্জ্বল হয়ে ফুটে উঠেছে প্রান্তিক জনগোষ্ঠীর মেয়েদের স্বপ্ন দেখা ও বাস্তবতা বদলে দেওয়ার গল্প। ঋতুপর্ণা শুধু একজন ফুটবলার নন—তিনি এক অনুপ্রেরণা, যিনি প্রমাণ করেছেন প্রতিভা ও অধ্যবসায় সুযোগ পেলে বদলে দিতে পারে রাষ্ট্রের পরিচয়ও।
ঋতুপর্ণার এই অর্জনে আন্তরিক অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এক বিবৃতিতে তারা উল্লেখ করে—
“নারী ফুটবলে ইতিহাস সৃষ্টিকারী ঋতুপর্ণা চাকমাকে বেগম রোকেয়া পদক অর্জনের জন্য আন্তরিক শুভেচ্ছা। স্বপ্ন থেকে সংগ্রাম আর সংগ্রাম থেকে সাফল্যে পৌঁছানোর এই যাত্রায় বাফুফে সবসময় তার পাশে ছিল এবং থাকবে।”
রোকেয়া পদকপ্রাপ্ত চারজনের মধ্যে ঋতুপর্ণার নাম বিশেষভাবে আলোচিত হয়েছে—কারণ এই স্বীকৃতি নারীর ক্ষমতায়নে খেলাধুলার ভূমিকা তুলে ধরেছে নতুনভাবে।
ঋতুপর্ণা চাকমার অর্জন শুধু ফুটবলের নয়, বরং বাংলাদেশের নারী অগ্রযাত্রার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর সাফল্য ভবিষ্যতে আরও অনেক মেয়েকে অনুপ্রেরণা যোগাবে—স্বপ্ন, সাহস আর সাফল্যের পথচলায়।