
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উপলক্ষে আদিতমারীতে আলোচনা সভা অনুষ্ঠিত
দীপঙ্কর রায় লালমনিরহাট প্রতিনিধি:
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উপলক্ষে আদিতমারীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামী গুণগত দেশ”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব বিধান কান্তি হালদার। তিনি বলেন, “দুর্নীতি উন্নয়নকে বাধাগ্রস্ত করে। দুর্নীতিমুক্ত প্রশাসন ও সমাজ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”
সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি পরেশ চন্দ্র বর্মন। তিনি বলেন, “তারুণ্যের ইতিবাচক ভূমিকা ছাড়া দুর্নীতির বিরুদ্ধে লড়াই সফল হবে না। সকলে মিলেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় দুর্নীতির ক্ষতিকর প্রভাব, প্রতিরোধমূলক করণীয় এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির বিষয়ে বিভিন্ন বক্তা মতামত তুলে ধরেন।