
শরীয়তপুর-২ আসন(নড়িয়া-সখিপুর)নির্বাচনী এলাকার মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে বিএনপি প্রার্থী কিরণের মত বিনিময় সভা অনুষ্ঠিত।
হেমন্ত দাস,নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শরীয়তপুর-২(নড়িয়া-সখিপুর)নির্বাচনী এলাকার
সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন মন্দির কমিটির প্রতিনিধিদের সাথে বালারবাজার মাতৃছায়া হল রুমে ৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১.০০টার সময় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপি'র সভাপতি আলহাজ্ব সফিকুর রহমান কিরণ।সভায় দর্জিপাড়া শ্রীশ্রী রাধাকৃষ্ণ গৌর নিতাই মন্দিরের সভাপতি সুবল দাসের সভাপতিত্বে ও সুশীল বাছারের সঞ্চালনায় বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা কেন্দ্রীয় মন্দিরের সভাপতি ও শ্রীশ্রী সত্যনারায়ণের সেবা মন্দির ডিঙ্গামানিক ঠাকুর বাড়ির সাধারণ সম্পাদক মুকুল চন্দ্র রায় নড়িয়া উপজেলা কেন্দ্রীয় মন্দিরের সভাপতি বাদল কৃষ্ণ দাস বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নড়িয়া উপজেলা শাখার সহসভাপতি রিপন সাধু সাধারণ সম্পাদক অজিত ঘোষ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সখিপুর থানা শাখার সভাপতি স্বপন সুর সাধারণ সম্পাদক লিপন ঘোষ বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট শরীয়তপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও বুন্না কাঠহুগলী রাধাগোবিন্দ সেবা মন্দিরের সাধারণ সম্পাদক গোপাল দত্ত বিঝারী বাজার কালিমাতা সেবা মন্দিরের সাধারণ সম্পাদক শ্যামল বাছার বাবুল শীল শিবু দাস জীবন ঘোষ মহাদেব রায় শুকান্ত শীল প্রমূখ।
মত বিনিময়কালে আলহাজ্ব শফিকুর রহমান কিরণ বলেন আমি আপনাদেরই সন্তান,আমি কথা দিলে কথা রাখি,যেমন আমার কাজের ক্ষেত্রেও আমার ব্যবাসায়িক পার্টনারগণও জানেন কিরণ কথা দিলে কথা রাখে।আমি অতীতে যেমন আপনাদের পাশে ছিলাম এখনো আছি ভবিষ্যতেও এভাবেই থাকবো।আমি আপনাদের কাছে ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করছি।সভায় বিভিন্ন মন্দির কমিটির পক্ষ থেকে বক্তাগণ তাদের দাবি দাবা উত্থাপন করেন।