সংখ্যালঘু নির্যাতন ও হত্যার প্রতিবাদে ১২ ডিসেম্বর সারা দেশে বিক্ষোভের ডাক

1 week ago
VIEWS: 172

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের তারাগঞ্জে সস্ত্রীক বীর মুক্তিযোদ্ধা হত্যাসহ সারাদেশে অব্যাহত সংখ্যালঘু নির্যাতন, হত্যা ও সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে আগামী ১২ ডিসেম্বর (শুক্রবার) সারাদেশে একযোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ‘সংখ্যালঘু ঐক্যমোর্চা’।

ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ওইদিন সকাল ১০টা ৩০ মিনিটে জাতীয় প্রেস ক্লাব চত্বরে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর নির্মম হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে গত ৬ ডিসেম্বর রংপুরের তারাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা প্রবীণ শিক্ষক যোগেশ চন্দ্র রায় ও তাঁর স্ত্রী সুবর্ণা রায়, ৫ ডিসেম্বর ফরিদপুরের সালথায় মৎস্য ব্যবসায়ী উৎপল সরকার এবং ২ ডিসেম্বর নরসিংদীর রায়পুরায় স্বর্ণ ব্যবসায়ী প্রাণতোষ কর্মকারকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

আয়োজকরা জানান, শুধু এই কয়েকটি ঘটনাই নয়, চলতি বছরে সারাদেশে অর্ধশতাধিক হত্যা ও ধর্ষণ, ধর্মীয় উপাসনালয়ে হামলা, কথিত ধর্ম অবমাননার অভিযোগ তুলে গ্রেফতার এবং আদিবাসীদের ওপর হামলাসহ সংখ্যালঘুদের ওপর প্রায় অর্ধ সহস্রাধিক (৫০০+) সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে।

এই বর্বরোচিত হত্যাকাণ্ড এবং চলমান সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে আগামী শুক্রবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবসহ সারাদেশে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হবে। দল-মত নির্বিশেষে সকলকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে সংখ্যালঘু ঐক্যমোর্চা।

to join the global Sanatani Hindu Community
Connect with Sanatani Hindus from all over the world — share, learn, and grow together.
Explore Questions, Bhajan Lyrics, Leelas, Feeds, Business Pages, Products, plus Shlokas, Events, Courses, Jobs, Marriage, Help Posts, and more.
মন্তব্য করতে Login অথবা Registration করুন