
দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে বজরংবলী মন্দিরে হামলা! দোষীদের গ্রেপ্তারের দাবি স্থানীয়দের
আন্তর্জাতিক ডেস্ক :
দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপি বিধানসভার রামকৃষ্ণপুর অঞ্চলের সিঙ্গির হাট মোড় এলাকায় অবস্থিত বজরংবলী মন্দিরে নাশকতার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে দুষ্কৃতীরা মন্দিরে প্রবেশ করে বজরংবলীর মূর্তির মাথা কেটে নিয়ে যায়। পাশাপাশি মন্দিরে ব্যবহৃত আরতির মাইক সেটও ভাঙচুর করা হয়।
ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সকালেই স্থানীয় বাসিন্দারা মন্দির প্রাঙ্গণে জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত দোষীদের শনাক্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
স্থানীয়দের অভিযোগ, “এ ধরনের ঘটনা প্রশাসনের উদাসীনতা ও দুর্বল আইনশৃঙ্খলার কারণেই বাড়ছে।” তাঁদের দাবি, মন্দির ও ধর্মীয় স্থাপনার উপর ধারাবাহিক আক্রমণ রোধে পুলিশকে আরও সক্রিয় হতে হবে।
এ ছাড়াও কিছু স্থানীয় রাজনৈতিক কর্মী ও সংগঠনের সদস্যরা অভিযোগ করেন যে, বর্তমান রাজ্য সরকারের আমলে হিন্দু ধর্মীয় অনুভূতিতে আঘাতমূলক ঘটনার প্রবণতা বাড়ছে। তাঁদের মতে, কাকদ্বীপ, মন্দিরবাজারসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে একের পর এক মূর্তি ভাঙচুর ও মন্দিরে নাশকতার অভিযোগ সামনে আসছে।
প্রতিবাদীদের বক্তব্যে আরও শোনা যায়, “দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নেওয়ার ফলে অপরাধীরা উৎসাহিত হচ্ছে। সাধারণ ভক্ত ও সনাতনী সমাজ নিরাপত্তাহীনতা অনুভব করছে।”
ঘটনার পর স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং দুষ্কৃতীদের চিহ্নিত করতে এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।
মন্দির কমিটির সদস্যদের বক্তব্য, তাঁরা দ্রুততার সঙ্গে তদন্ত এগিয়ে দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনার জেরে এলাকায় অশান্তি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসন আপাতত শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে।