
চট্টগ্রাম মেডিকেলে ডাঃ তুহিন শুভ্র’র সাফল্য — সহকারী অধ্যাপক পদে পদোন্নতি
চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ন্যাফ্রোলজি বিভাগের চিকিৎসক ডাঃ তুহিন শুভ্র দাশ সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেছেন।
তাঁর এই নতুন দায়িত্বপ্রাপ্তি নিঃসন্দেহে চিকিৎসা পেশায় এক গর্বের অধ্যায় এবং চিকিৎসাসেবায় মানোন্নয়নের এক আশাব্যঞ্জক ইঙ্গিত।
বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ন্যাফ্রোলজি বিভাগে কর্মরত আছেন। বহুদিন ধরে তিনি কিডনি রোগসহ জটিল শারীরিক সমস্যার চিকিৎসায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। চিকিৎসা সেবার পাশাপাশি গবেষণা ও শিক্ষাক্ষেত্রেও রয়েছে তাঁর সক্রিয় ভূমিকা।
তাঁর এই সাফল্যে সহকর্মী, শিক্ষার্থী এবং সর্বস্তরের মানুষ অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।
"সহকারী অধ্যাপক" পদে তাঁর এই পদোন্নতি চট্টগ্রামের চিকিৎসা অঙ্গনের জন্য একটি ইতিবাচক সংবাদ এবং ভবিষ্যৎ প্রজন্মের চিকিৎসকদের জন্য অনুপ্রেরণার উৎস।