
সংখ্যালঘু নির্যাতন, হত্যা ও জমি দখলের প্রতিবাদে শুক্রবার হিন্দু মহাজোটের মানববন্ধন
রংপুরের তারাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা যোগেশ রায় ও তাঁর স্ত্রী সুবর্ণা রায়, মৎস্য ব্যবসায়ী উৎপল সরকার এবং স্বর্ণ ব্যবসায়ী প্রাণোতোষ কর্মকারকে নৃশংসভাবে হত্যার পর দেশব্যাপী সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়ি ও জমি দখল, উপাসনালয়ের জমি দখল, মন্দির ভাঙচুরসহ বিভিন্ন নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
সংগঠনের মহাসচিব এডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামানিক এক ফেসবুক পোস্টে এ কথা জানান।
আসন্ন ১২ ডিসেম্বর ২০২৫ খ্রি., শুক্রবার সকাল ১০টা, জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের উপর ধারাবাহিক হত্যাকাণ্ড, বাড়ি-জমি দখল, ধর্মীয় উপাসনালয়ের জায়গা জবরদখল, মন্দির ভাঙচুর ও নির্যাতনের ঘটনায় দেশজুড়ে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সরকার ও প্রশাসনের নীরবতা এবং বিচারহীনতার সংস্কৃতির কারণেই এ ধরনের ঘটনা বাড়ছে বলে অভিযোগ করে সংগঠনটি।
একই সঙ্গে জাতীয় সংসদসহ সর্বক্ষেত্রে সংরক্ষিত আসন বৃদ্ধি এবং পৃথক নির্বাচন ব্যবস্থার পুনর্বহাল–এই দুটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরে সংগঠনটি জানায়, দীর্ঘদিন ধরে হিন্দু জনগোষ্ঠী তাদের রাজনৈতিক প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত হচ্ছে। ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত করতে হলে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।
মানববন্ধন সফল করার জন্য দেশব্যাপী সকল সনাতনী হিন্দুদের উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়ে মহাজোট জানায়,
“সময় এসেছে বজ্রকণ্ঠে প্রতিবাদ জানানোর। নীরবতা আমাদের অস্তিত্বকে আরও সংকটে ফেলবে।”
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতারা বলেন,
এই সমাবেশ কেবল প্রতিবাদ নয়; এটি সংখ্যালঘু নিরাপত্তা, মানবাধিকার ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষে একটি নতুন পদক্ষেপ।