
নেত্রকোনা সীমান্তে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ স্বীকৃতি পেলেন গৌরি মণ্ডল
বিজয় চন্দ্র দাস,
নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার নলছাপ্রা গ্রামের সনাতন ধর্মাবলম্বী দৃঢ়চেতা নারী শ্রীমতি গৌরি মণ্ডল এ বছরের বেগম রোকেয়া দিবসে “অর্থনৈতিকভাবে সফল নারী” হিসেবে উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হয়েছেন। স্থানীয় নারী উন্নয়ন, পারিবারিক অর্থনীতিতে অবদান এবং নিজের সাফল্যের মাধ্যমে সমাজে অনুকরণীয় হয়ে ওঠার স্বীকৃতিস্বরূপ কলমাকান্দা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর তাকে এই সম্মানে ভূষিত করে।
গৌরি মণ্ডল দীর্ঘদিন ধরে বারসিকের ‘জাগ্রত নারী সংগঠন’-এর সহ-সভাপতি হিসেবে কাজ করছেন। পাশাপাশি তিনি ‘সবুজ সংহতি কমিটি’রও একজন সম্মানিত সদস্য। পরিবেশবান্ধব ও টেকসই জীবিকায় নারীদের যুক্ত করতে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি।
২০২১ সালে পারিবারিক অর্থনৈতিক সংকট মোকাবিলা করতে গৌরি মণ্ডল বারসিকের উদ্যোগে কাগজের ঠোঙ্গা তৈরির প্রশিক্ষণ গ্রহণ করেন। শুধু এখানেই থেমে থাকেননি—তিনি বাঁশ-বেতের কাজ, সেলাই প্রশিক্ষণ ও নারীদের পোশাক তৈরি–এই তিনটি ক্ষেত্রেই দক্ষতা অর্জন করেন। বর্তমানে তিনি নিয়মিত সেলাই কাজ, পোশাক প্রস্তুত ও কাগজের ব্যাগ তৈরি করে প্রতি মাসে প্রায় ১০ হাজার টাকা পর্যন্ত আয় করে নিজের পরিবারকে আর্থিকভাবে সহায়তা করছেন।
তার উদ্যোগে গ্রামের বেশ কয়েকজন নারীও সেলাই ও ঠোঙ্গা তৈরির কাজে আগ্রহী হয়ে নিজেদের আয়ের পথ তৈরি করেছেন। গৌরি মণ্ডলের এই জীবিকা–উৎপাদনমুখী উদ্যোগ শুধু তার পরিবারের অর্থনীতিকেই শক্ত করেছে তা নয়, বরং এলাকায় নারীদের আত্মনির্ভরশীলতার অনুপ্রেরণা হিসেবে তাকে বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে। ফলে তিনি এখন কলমাকান্দা উপজেলার এক অনন্য মডেল নারী উদ্যোক্তা।
সম্মাননা প্রাপ্তির পর গৌরি মণ্ডল বলেন, “এই পুরস্কার আমার একার নয়—এটা আমাদের গ্রামের সব সংগ্রামী নারীর পুরস্কার। আমি চাই, আরও অনেক নারী নিজের পায়ে দাঁড়াতে সাহস পাক।”
স্থানীয় প্রশাসন ও বারসিক কর্তৃপক্ষ গৌরি মণ্ডলের এই অর্জনকে নারীর ক্ষমতায়ন ও টেকসই উন্নয়নের একটি সফল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছে।