
দীপাবলি এখন বিশ্ব ঐতিহ্য: কান্তজীউ মন্দিরে ভারতীয় সহকারী হাই কমিশনের প্রদীপ প্রজ্বলন
জয়ন্ত চন্দ্র দেবশর্ম্মা, দিনাজপুর প্রতিনিধি :
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব ও কোটি মানুষের আবেগের প্রতীক ‘দীপাবলি’ ইউনেস্কোর “Humanity's Intangible Cultural Heritage” (মানবতার বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য) তালিকায় স্থান পেয়েছে। এই ঐতিহাসিক আন্তর্জাতিক স্বীকৃতি উদযাপনে দিনাজপুরের ঐতিহাসিক শ্রীশ্রী রুক্মিণী কান্তজীউ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো বিশেষ প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান।
বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় ভারতীয় সহকারী হাই কমিশন, রাজশাহীর আয়োজনে এই বর্ণাঢ্য অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমার। তিনি বলেন, দীপাবলির এই ইউনেস্কো স্বীকৃতি দক্ষিণ এশিয়ার সংস্কৃতি ও ঐতিহ্যের জন্য এক বিশাল গৌরব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নুর-ই-আলম সিদ্দিকী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি পরিতোষ চক্রবর্তী, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোকলেদা খাতুন মিম এবং কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) রোমেল বড়ুয়া।
এছাড়া রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রণজিৎ কুমার সিংহ, এস্টেটের সদস্য ও বিশিষ্ট চিকিৎসক ডা. ডি.সি. রায় এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক শ্রী উত্তম কুমার রায় উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট ও হিন্দু যুব মহাজোটের স্থানীয় নেতৃবৃন্দসহ অসংখ্য স্থানীয় ভক্ত ও দর্শনার্থী এ সময় উপস্থিত ছিলেন।
প্রদীপ প্রজ্বলন ছাড়াও আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দীপাবলির ঐতিহ্য ও সাংস্কৃতিক মর্যাদা উদযাপন করা হয়।