
ব্যস্ততার মাঝেও মানবিকতার আলো ছড়াচ্ছেন চট্টগ্রামের ডিসি জাহিদুল ইসলাম মিঞা
চট্টগ্রাম প্রতিনিধি :
প্রশাসনিক ব্যস্ততার মাঝেও মানুষের দুঃখ-দুর্দশা শুনে তাৎক্ষণিক সহায়তা করার বিরল উদাহরণ তৈরি করে চলেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম মিঞা। বুধবার (১০ ডিসেম্বর) অফিসে গিয়ে চিকিৎসা সহায়তা চাইতেই এক অসহায় নারীর প্রতি তার মানবিক উদ্যোগ আবারও আলোচনায় এসেছে।
৫০ বছর বয়সী গীতা বিশ্বাস দীর্ঘদিন যাবৎ নানা শারীরিক জটিলতা ও দারিদ্র্যের সঙ্গে লড়াই করছেন। চিকিৎসার খরচ বহন করতে না পেরে তিনি শেষ আশ্রয় হিসেবে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হন। নির্ধারিত সভায় যোগদান করার প্রস্তুতি নিচ্ছিলেন ডিসি, ঠিক সেই সময় তার সামনে দাঁড়ান অসুস্থ ও ক্লান্ত গীতা।
তার মুখের দুঃখের কথা শোনার পর কোনো দেরি না করে জেলা প্রশাসক তৎক্ষণাৎ নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। সহায়তা হাতে পেয়েই আবেগাপ্লুত হয়ে পড়েন গীতা বিশ্বাস। কৃতজ্ঞতা জানাতে জানাতে তিনি জেলা প্রশাসককে আশীর্বাদ করে অফিস থেকে বেরিয়ে যান। পরে ডিসির নির্দেশে স্টাফরা তাকে আপ্যায়নও করেন— যা পুরো ঘটনার মানবিক উপাখ্যানকে আরও উজ্জ্বল করেছে।
মানবিক সহায়তার বিষয়ে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন—
“নতুন দায়িত্ব নিয়েছি। সামনে জাতীয় নির্বাচন, কাজের চাপও অনেক। কিন্তু কেউ সাহায্য চাইতে এলে খালি হাতে যেন না ফেরে— এই চেষ্টা করি সবসময়। মানুষের পাশে দাঁড়াতে পারাই সবচেয়ে বড় প্রাপ্তি।”
সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে ডিসির এই উদ্যোগ। অনেকেই বলছেন— প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি সাধারণ মানুষের কষ্ট ভাগ করে নেওয়ার এই মনোভাব দেশের সরকারি ব্যবস্থাপনার জন্য এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত।
চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার এ মানবিক পদক্ষেপ প্রমাণ করে— দায়িত্ববোধ শুধু অফিসের ফাইলে সীমাবদ্ধ নয়, মানুষের জীবনেও ছড়িয়ে যেতে পারে আশার আলো।