
ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসক ধনদেব বর্মনকে আগের পদে বহাল
HindusNews Desk :
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মো. আবু জাফরের সঙ্গে তর্কে জড়িয়ে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া চিকিৎসক ডা. ধনদেব চন্দ্র বর্মণকে ক্ষমা করে স্বপদে পুনর্বহাল করা হয়েছে। শোকজের সন্তোষজনক জবাব ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনার ভিত্তিতে তাকে আবারও ক্যাজুয়ালটি ওটি ইনচার্জের দায়িত্বে ফিরিয়ে আনা হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফেরদৌস স্বাক্ষরিত এক আদেশে পুনর্বহালের বিষয়টি নিশ্চিত করা হয়।
গত ৬ ডিসেম্বর স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক মমেক হাসপাতালে পরিদর্শনে গেলে আবাসিক সার্জন (ক্যাজুয়ালটি) ও সহকারী অধ্যাপক (সার্জারি) ডা. ধনদেব চন্দ্র বর্মণের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। ঘটনাস্থলে চিকিৎসকের আচরণকে ‘ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক’ উল্লেখ করে কর্তৃপক্ষ তাকে শোকজ নোটিশ দেয় এবং সাময়িকভাবে ক্যাজুয়ালটি ওটি ইনচার্জের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
পরবর্তীতে ডা. ধনদেব চন্দ্র বর্মণ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে লিখিত জবাব দাখিল করেন। তিনি স্বীকার করেন যে ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ছিল এবং ভবিষ্যতে এমন আচরণ আর করবেন না বলে অঙ্গীকারও করেন। তার এই জবাব স্বাস্থ্য অধিদফতরে পাঠানো হলে ডিজি তা সন্তোষজনক মনে করেন এবং তাকে ক্ষমা প্রদর্শন করেন।
এ বিষয়ে মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মুহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, “পুনর্বহালের চিঠি জারি হয়েছে এবং বুধবার থেকেই তিনি আবার নিয়মিত কাজে যোগ দিয়েছেন।”
ঘটনাটি নিয়ে কর্মরত চিকিৎসক সমাজে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও পুনর্বহালের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল প্রশাসন।