
জামায়াতে যোগ দেওয়ায় ভারত থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছেন—অভিযোগ কৃষ্ণ নন্দীর
HindusNews ডেস্ক :
বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার পর থেকে ভারত থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলে অভিযোগ তুলেছেন খুলনা-১ আসনে দলটির মনোনীত প্রার্থী ও জামায়াতের হিন্দু শাখার নেতা কৃষ্ণ নন্দী। সামাজিক যোগাযোগমাধ্যমে তার সম্পর্কে ছড়ানো অপপ্রচারের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে কৃষ্ণ নন্দী জানান, ভারতে অবস্থানরত বিতর্কিত ওয়ার্ল্ড হিন্দু নেতা শিপন কুমার বসু তার বিরুদ্ধে মিথ্যাচার ছড়াচ্ছেন এবং ফোনে অকথ্য ভাষায় গালিগালাজসহ জীবননাশের হুমকি দিচ্ছেন। কৃষ্ণ নন্দীর দাবি, ধর্মীয় পরিচয় ব্যবহার করে রাজনৈতিকভাবে তাকে হেয় করার চেষ্টা চলছে।
তিনি বলেন,
“হিন্দু হয়েও আমি কেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিলাম—এ নিয়ে শিপন কুমার বসু নানা অপপ্রচার ছড়াচ্ছে। বিভিন্ন কৌশলে সে আমার নম্বর সংগ্রহ করে আমাকে হুমকি দিচ্ছে। এসব মিথ্যাচার ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজ আপনাদের সামনে হাজির হয়েছি।”
সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষ্ণ নন্দী জানান, তিনি জামায়াতে ইসলামীতে থেকে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করছেন এবং নির্বাচনী মাঠে বিভিন্ন ধর্মের মানুষের কাছ থেকে ব্যাপক সমর্থন পাচ্ছেন।
তার ভাষায়,
“জামায়াতে ইসলামী আমাকে শুধু প্রার্থী করেনি, আমাকে সম্মান দিয়েছে। মাঠে নেমে দেখছি—মানুষ ব্যক্তিকে গুরুত্ব দিচ্ছে, ধর্মকে নয়।”
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী ও স্থানীয় পর্যায়ের একাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, খুলনা-১ আসনে প্রার্থী পরিবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে সম্প্রতি কৃষ্ণ নন্দীকে মনোনয়ন দেয় জামায়াতে ইসলামী। দলটির ইতিহাসে এবারই প্রথম হিন্দু সম্প্রদায়ের কোনো ব্যক্তিকে জাতীয় নির্বাচনে প্রার্থী ঘোষণা করা হয়েছে, যা খুলনার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।
জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি জেনারেল ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক বিগত ৩ নভেম্বর খুলনা মহানগর জামায়াত কার্যালয়ে এক কর্মী সমাবেশে তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
কৃষ্ণ নন্দী বলেন, তিনি হুমকির বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করেছেন এবং আইনগত সহায়তা পাওয়ার আশায় আছেন।