পুরীর জগন্নাথ ধামের সামনে ভক্তিমগ্ন সেই অচেনা শিশুর চোখে দেখা গেল ভগবান জগন্নাথের প্রতিচ্ছবি—ভিডিওতে আধ্যাত্মিক আলোড়ন

20h ago
VIEWS: 72

আন্তর্জাতিক ডেস্ক :

পুরীর শ্রী জগন্নাথ ধামের সামনে এক অজ্ঞাতপরিচয় শিশুর একটি সংক্ষিপ্ত ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ভিডিওতে দেখা যায়—মন্দিরের সিঁড়িতে বসে থাকা শিশুটি করতাল বাজিয়ে ভজনে মগ্ন, সম্পূর্ণ একাগ্রতায় নাচছে এবং তার চোখে ফুটে উঠছে এক অনির্বচনীয় আলো। উপস্থিত ভক্তদের অনেকে দাবি করেছেন, শিশুটির চোখে যেন ভগবান শ্রী জগন্নাথ দেবের মতো রূপ দেখা যাচ্ছিল—সেই একই গভীরতা, উজ্জ্বলতা ও রহস্যময় আকর্ষণ।

এই মুহূর্তটি অনেকের কাছে যেন অলৌকিক অভিজ্ঞতা। এক দর্শক বলেন, “ছেলেটির চোখের দিকে তাকালে মনে হচ্ছিল, যেন জগন্নাথ স্বয়ং তাঁর ভক্তের সামনে আবির্ভূত হয়েছেন।”

ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ইনস্টাগ্রাম, এক্স ও ফেসবুকে। লক্ষ লক্ষ মানুষ মন্তব্য করেছেন—

“তার চোখে জগন্নাথের ঝলক।”

“এ যেন আধ্যাত্মিক সংযোগ।”

“জয় জগন্নাথ—এটি কোনো সাধারণ দৃশ্য নয়।”

ভিডিওতে শিশু ভক্তকে দেখা যায় শান্তভাবে বসে ভজনের সুরে মাথা দোলাচ্ছে, করতালের শব্দে এক অদ্ভুত ছন্দ তৈরি করছে। তার নিষ্পাপ হাসি আর দীপ্তিময় চোখ দেখে উপস্থিত অনেকে বিস্ময়ে হাত জোড় করে দাঁড়িয়ে পড়েন। অনেক ভক্তই ঘটনাটিকে আধ্যাত্মিক বার্তা হিসেবে দেখছেন।

একজন নেটিজেন লিখেছেন,

“ভগবান জগন্নাথের বড় বড় চোখ যেমন ভক্তকে আকর্ষণ করে, ঠিক তেমনি শিশুটির চোখেও সেই অদ্ভুত ঐশ্বরিক দীপ্তি দেখা গেল।”

আরেকজন বলেন,

“এটি শুধু ভাইরাল ভিডিও নয়—এটি বিশ্বাসের জাগরণ।”

শিশুটির পরিচয় এখনো রহস্যই রয়ে গেছে।

সে কে ছিল?

কোথা থেকে এসেছে?

কার সন্তান?

কেউ জানে না।

যারা ঘটনাটি দেখেছেন, তাদের মতে—শিশুটি পরিবারসহ ভিড়ের মধ্যে আসে এবং আবার ভিড়েই মিলিয়ে যায়। তার উপস্থিতি ছিল মাত্র কয়েক মিনিট, কিন্তু সেই কয়েক মিনিট যেন আধ্যাত্মিক ইতিহাস লিখে গেল।

একজন ভক্ত বলেন,

“কিছু দৃশ্য গল্প নয়—এগুলো ঈশ্বরের সংকেত।”

পুরীর জগন্নাথ ধামের এই নিষ্পাপ শিশুটির মুখ থেকে উৎসারিত ভক্তি, আর তার চোখে দেখা জগন্নাথের প্রতিচ্ছবি আজ লাখো মানুষের হৃদয়ে নতুন করে জাগিয়ে তুলেছে ঈশ্বরভক্তির দীপশিখা।

to join the global Sanatani Hindu Community
Connect with Sanatani Hindus from all over the world — share, learn, and grow together.
Explore Questions, Bhajan Lyrics, Leelas, Feeds, Business Pages, Products, plus Shlokas, Events, Courses, Jobs, Marriage, Help Posts, and more.
মন্তব্য করতে Login অথবা Registration করুন