
ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করলেন সিইসি: ভোট ১২ ফেব্রুয়ারি ২০২৬
HindusNews ডেস্ক :
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। বুধবার সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে একযোগে প্রচারিত এই ভাষণের মধ্য দিয়ে দেশের নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
সিইসি বলেন, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি ২০২৬, যা দেশের প্রায় ১৩ কোটি ভোটারের জন্য তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের দিন। নির্বাচনের সকল ধাপ—মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই, প্রত্যাহার এবং প্রতীক বরাদ্দ—নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা শেষে শুরু হবে যাচাই-বাছাই, এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন শেষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। এরপরই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে, যেখানে প্রার্থীরা ভোটারদের কাছে তাদের ইশতেহার, পরিকল্পনা ও প্রতিশ্রুতি উপস্থাপন করবেন।
ইসির তফসিল অনুযায়ী দেশের ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, যেন ১২ কোটি ৭৬ লাখের বেশি ভোটার শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলগুলোর তৎপরতাও বেড়ে গেছে। মাঠের রাজনীতিতে অংশ নেওয়া দলগুলো পোস্টার, ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে নির্বাচনী প্রস্তুতির বার্তা দিচ্ছে। নির্বাচনকে ঘিরে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সিইসি।