
ব্রিগেড ময়দানে আমিষ বিক্রি ঘিরে অভিযোগ; তদন্তের দাবি আইনজীবী দলের
দীপঙ্কর রায়,নিজস্ব প্রতিবেদক :
গত ৭ তারিখ কলকাতার ব্রিগেড ময়দানে অনুষ্ঠিত ঐতিহাসিক গীতাপাঠ অনুষ্ঠানকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। ওইদিন লক্ষ লক্ষ বৈষ্ণব ভক্তের উপস্থিতির মধ্যেই ব্রিগেড চত্বরে আমিষ খাদ্য—বিশেষ করে চিকেন প্যাটিস—বিক্রি হওয়ার অভিযোগ ওঠে।
এই ঘটনাকে কেন্দ্র করে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং গীতাপাঠের পবিত্রতা ব্যাহত হওয়ার অভিযোগ এনে বিশিষ্ট আইনজীবীদের একটি দল লালবাজারে, কলকাতা পুলিশ সদর দপ্তরে, আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে দাবি করা হয়েছে—ঘটনার পেছনে কোনো চক্রান্ত বা উদ্দেশ্যপ্রণোদিত পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখা জরুরি। এজন্য অভিযুক্ত হিসেবে উঠে আসা শেখ রেয়াজুল নামে এক ব্যক্তিকে দ্রুত তদন্তের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করার দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।
তবে ঘটনাটি সম্পর্কে পুলিশ এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তদন্ত শুরু হলে পুরো বিষয়টির প্রকৃতি স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।