
রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা: টাইলস মিস্ত্রি মোরছালিন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক :
রংপুরের তারাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় (৭০) ও তাঁর স্ত্রী সুর্বণা রায় (৬৫) হত্যাকাণ্ডের ঘটনায় মোরছালিন (২২) নামের এক টাইলস মিস্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) গভীর রাতে আলমপুর ইউনিয়নের শেরমস্ত বালাপাড়া এলাকা থেকে বিশেষ অভিযানের মাধ্যমে তাকে আটক করা হয়। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সমন্বয়ে পুলিশের এ অভিযান সফল হয়।
তদন্তকারী কর্মকর্তা আবু সাইয়ুম তালুকদার জানিয়েছেন, শুক্রবার সকাল ১১টার দিকে গ্রেফতার মোরছালিনকে সঙ্গে নিয়ে যোগেশ চন্দ্র রায়ের বাড়ির পাশের এলাকায় হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হয়। তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের দুই দিন আগে মোরছালিন ওই মুক্তিযোদ্ধার বাড়িতে টাইলস লাগানোর কাজ করেছিলেন, যা তার সঙ্গে পরিবারের পরিচয় তৈরি করে দেয়।
গত শনিবার (৬ ডিসেম্বর) গভীর রাতে তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমাপুর গ্রামে নিজ বাড়িতে নৃশংসভাবে খুন হন অবসরপ্রাপ্ত শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় এবং তাঁর স্ত্রী সুর্বণা রায়। রোববার সকালে প্রতিবেশীরা ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ঘরে ঢুকে রক্তাক্ত অবস্থায় দু’জনের মরদেহ দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে, পাশাপাশি দেখা দেয় ব্যাপক ক্ষোভ।
নিহত দম্পতির বড় ছেলে শোভেন চন্দ্র রায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্তের অগ্রগতির অংশ হিসেবে পুলিশ মোরছালিনকে গ্রেফতার করে। তারাগঞ্জ থানার ওসি রুহুল আমিন জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোরছালিন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তিনি জানান, আসামির কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, তবে তদন্তের স্বার্থে এখনই সব বিস্তারিত প্রকাশ করা সম্ভব হচ্ছে না।
এদিকে বীর মুক্তিযোদ্ধা দম্পতির হত্যার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, পরিকল্পিতভাবেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন। তাদের ভাষায়—“বীর মুক্তিযোদ্ধা এবং তাঁর সহধর্মিণীকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এই ঘটনায় জড়িত মোরছালিনের সর্বোচ্চ শাস্তি চাই।”
পুলিশ জানিয়েছে, ঘটনাটির পেছনে আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুতই পুরো হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন সম্ভব হবে।