
দক্ষিণ রাউজানে শ্রীশ্রী সত্য কৈলাস শিব বিগ্রহ মন্দিরে ৪র্থ অষ্টপ্রহরব্যাপী মহোৎসব ২০–২২ জানুয়ারি
মিলন বৈদ্য শুভ,রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের রাউজান উপজেলার দক্ষিণ দেওয়ানপুর (দাশপাড়া) এলাকায় শ্রীশ্রী সত্য কৈলাস শিব বিগ্রহ মন্দিরের উদ্যোগে আগামী ২০, ২১ ও ২২ জানুয়ারি ২০২৬ তারিখে তিন দিনব্যাপী ৪র্থ তম অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ ও মহোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই সঙ্গে মহাধুমধামে পালিত হবে মহাশিবরাত্রি মহোৎসব ও ধর্মসম্মেলন।
মাঘের ৬, ৭ ও ৮ তারিখ মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চলমান এ ব্যাপক আয়োজনে দেশ-বিদেশের বিশিষ্ট ভক্তবৃন্দ, বক্তা, পুরোহিত ও কীর্তন শিল্পীরা অংশগ্রহণ করবেন।
মন্দির কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত মন্দির প্রাঙ্গণে পূজা, প্রার্থনা, কীর্তন, গীতাভাষ্য, প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে ভক্তিময় পরিবেশে মুখরিত থাকবে এলাকা।
২০ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার সকাল ৯:৩০ শ্রীশ্রী শিব ঠাকুরের সুশোভিত শোভাযাত্রার মাধ্যমে উদ্বোধন,সকাল ১০:৩০ বিশেষ পূজা ও অর্ঘ্য নিবেদন,বিকাল ৪ টায় বৈদিক মন্ত্রোচ্চারণ ও প্রার্থনা,সন্ধ্যা ৬ টায় গীতাভাষ্য ও ধর্মীয় আলোচনা,রাত ৮ টায় প্রসাদ বিতরণ।
২১ জানুয়ারি ২০২৬, বুধবার, ভোর ৫:৩০ মঙ্গলধ্বনি ও বিশেষ প্রার্থনা,সকাল ৯ টায় শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্কীর্তন,
দুপুর ১২ টায় শ্রীশ্রী মা কালী অন্নপূর্ণা পূজা ও প্রসাদ বিতরণ,বিকাল ৪ টায় ধর্মীয় আলোচনা, রাত ৮ টায় শ্রীশ্রী রাধাকৃষ্ণের ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান।
২২ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ভোর ৫:৩০ বিশেষভাবে মহাশিবরাত্রি উদযাপন, পূজা, প্রার্থনা ও প্রসাদ বিতরণ,সকাল ১০:৩০: সমাপনী অনুষ্ঠান।
শ্রীশ্রী সত্য কৈলাস শিব বিগ্রহ মন্দির পরিচালনা পরিষদের ভক্ত বৃন্দরা জানিছেন মন্দিরের পূর্ণ নির্মাণ কাজ চলিতেছে আর্থিক অনুদান ও সহযোগিতায় এবং ভক্তি অর্ঘ্য প্রণামী দিয়ে এগিয়ে আসার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ জ্ঞাপন করছি।
ভক্তি অর্ঘ্য প্রণামী জন্য যোগাযোগ বিকাশ নাম্বার -
+880 1820-082828
মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়—
সকল ধর্মপ্রাণ ভক্তবৃন্দকে মহোৎসবে আন্তরিক আমন্ত্রণ। শিবভক্তির মাধ্যমে সমাজে শান্তি, মানবতা ও কল্যাণের বার্তা ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য।