
বগুড়া শাজাহানপুর দহপাড়া সার্বজনীন শ্মশান ঘাট সংস্কারে বগুড়া জেলা পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে ২০ লক্ষ টাকার বরাদ্দ অনুমোদন।
শ্রী পবিত্র কুমার দাস,বগুড়া জেলা প্রতিনিধি :
গত বৃহস্পতিবার রাত ১০টায় বগুড়া পৌরসভার ১৩ নং ওয়ার্ডের দহপাড়া সার্বজনীন শ্মশান ঘাট পরিদর্শন করেন বাংলাদেশ পূর্জা উদযাপন ফ্রন্ট বগুড়া জেলা শাখার আহবায়ক শ্রী অতুল চন্দ্র দাস ও সদস্য সচিব শ্রী গৌর চন্দ্র পোদ্দার (চন্দন)।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বগুড়া শহর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূর্জা উদযাপন ফ্রন্ট বগুড়া পৌর শাখার আহ্বায়ক শ্রী পুলুক মহন্ত, শাজাহানপুর উপজেলার আহ্বায়ক শ্রী আচানু মহন্ত, সদস্য সচিব শ্রী পলাশ মহন্ত, সহ শ্মশান ঘাটের পরিচালনা কমিটির সভাপতি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরিদর্শন শেষে বগুড়া জেলা পূজা উদযাপন ফ্রন্টের পক্ষ থেকে শ্মশান ঘাট ও মন্দির এলাকাসহ সংশ্লিষ্ট অংশের উন্নয়নের জন্য ২০ লক্ষ টাকার বরাদ্দ অনুমোদন করা হয়। বরাদ্দকৃত অর্থ দিয়ে—মন্দিরের চারদিকে সীমানা দেয়াল নির্মাণ, প্রবেশ ও অভ্যন্তরীণ রাস্তা সংস্কার, টয়লেট নির্মাণ, ইটের সোলিং এবং অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।
এলাকাবাসী জানান, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ও শহর স্বেচ্ছাসেবক দলে সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী উদ্যোগে এলাকায় ইতোমধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। এর মধ্যে রয়েছে—রাস্তাঘাট উন্নয়ন, মসজিদ-মন্দির সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশন ব্যবস্থা ও সাধারণ জনগণের প্রয়োজনীয় নানা প্রকল্প।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, চলমান ও নতুন উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হলে এলাকার ধর্মীয়, সামাজিক ও নাগরিক সুবিধা আরও বৃদ্ধি পাবে।