
ঢাকাই চলচ্চিত্রের নায়িকাদের ধর্মান্তর ও বিয়ের ইতিবৃত্ত: অতীত থেকে বর্তমান
বিনোদন ডেস্ক :
বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে তারকাদের ব্যক্তিগত জীবন, বিশেষ করে প্রেম ও বিয়ের কারণে ধর্মান্তরিত হওয়ার ঘটনা নতুন নয়। যুগের পর যুগ ধরে ঢালিউডের অনেক জনপ্রিয় নায়িকা বিয়ের সুবাদে বা ব্যক্তিগত কারণে নিজ ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এই তালিকায় রয়েছেন ইন্ডাস্ট্রির অগ্রজ থেকে শুরু করে বর্তমান সময়ের অনেক জনপ্রিয় মুখ।
সুমিতা দেবী থেকে সূচনা
ঢাকাই চলচ্চিত্রের শুরুর দিকের অন্যতম জনপ্রিয় নায়িকা সুমিতা দেবী ধর্মান্তরিত হয়ে প্রখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হানকে বিয়ে করেন। পরবর্তীতে জহির রায়হান নায়িকা সুচন্দাকে বিয়ে করলে তাঁদের সাংসারিক জীবনে জটিলতা সৃষ্টি হয় বলে জানা যায়।
কিংবদন্তি কবরীর জীবন পরিক্রমা
জনপ্রিয় নায়িকা কবরীর ব্যক্তিগত জীবন সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। জন্মসূত্রে তাঁর নাম ছিল মিনা পাল। চট্টগ্রাম থেকে উঠে আসা এই নায়িকা পরবর্তীতে ব্যবসায়ী চিত্ত চৌধুরীকে বিয়ে করে কবরী চৌধুরী নামে পরিচিত হন। পরবর্তীতে তিনি নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবারের সদস্যকে বিয়ে করেন এবং নাম ধারণ করেন কবরী সরোয়ার। জীবনের শেষ পর্যায়ে রাজনীতিতে সক্রিয় হওয়ার পর এবং সংসদ সদস্য নির্বাচিত হওয়ার সময় তিনি সারাহ বেগম কবরী নামে পরিচিত ছিলেন। তাঁর সন্তানদের ধর্মীয় পরিচয় নিয়েও জনমনে কৌতূহল রয়েছে।
সুজাতা, টিন্নি ও অন্যান্য
‘রূপবান’ খ্যাত কিংবদন্তি নায়িকা সুজাতা নায়ক আজিমকে ভালোবেসে বিয়ে করেন এবং ধর্মান্তরিত হন। এছাড়া এক সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শ্রাবস্তী দত্ত টিন্নিও ধর্মান্তরিত হয়েছিলেন। তবে টিন্নির পরবর্তী জীবন ও শারীরিক অসুস্থতা নিয়ে গণমাধ্যমে নানা খবর প্রকাশিত হয়েছে। এছাড়া চিত্রনায়িকা নূতন, অঞ্জনা এবং অভিনেত্রী রানী সরকারও ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বলে জানা যায়।
অঞ্জু ঘোষ ও অপু বিশ্বাস প্রসঙ্গ
‘বেদের মেয়ে জোছনা’ খ্যাত নায়িকা অঞ্জু ঘোষ এফ কবির চৌধুরীকে বিয়ের মাধ্যমে ধর্মান্তরিত হয়েছিলেন। তবে বিচ্ছেদের পর তিনি পুনরায় নিজ ধর্মে ফিরে যান বলে চাউর আছে। অন্যদিকে, বর্তমান সময়ের আলোচিত নায়িকা অপু বিশ্বাসও নায়ক শাকিব খানকে বিয়ের সময় ধর্মান্তরিত হয়ে অপু ইসলাম নাম ধারণ করেছিলেন বলে বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছিলেন। তাঁদের বিবাহবিচ্ছেদের পর অপুর বর্তমান ধর্মীয় অবস্থান ও ভবিষ্যৎ নিয়ে ভক্তদের মাঝে জল্পনা-কল্পনা রয়েছে।
ব্যতিক্রম শবনম ও অর্পণা
এতসব ধর্মান্তরের ভিড়েও নিজ ধর্মে অটল থাকার উদাহরণও রয়েছে ঢালিউডে। হারানো দিনের জনপ্রিয় নায়িকা শবনম (ঝর্না বসাক) এবং অর্পণা তাঁদের জন্মগত ধর্মের ওপর বিশ্বাস রেখেই জীবনযাপন করছেন এবং ক্যারিয়ারে সাফল্য পেয়েছেন।
তারকাদের এই ধর্ম পরিবর্তন ও বৈবাহিক জীবনের টানাপোড়েন সবসময়ই ভক্তদের মাঝে আলোচনার জন্ম দেয়। কারো সংসার টিকেছে, কারো বা ভেঙেছে। তবে ব্যক্তিগত সুখ-দুঃখের হিসাব মেলানো কঠিন হলেও, ঢালিউডের ইতিহাসে এই ঘটনাগুলো একটি বিশেষ অধ্যায় হয়ে আছে।