
আদমদীঘি উপজেলা মন্দির ও শ্মশান সংস্কারের লক্ষ্যে বগুড়া জেলা পূজা উদযাপন ফ্রন্টের পরিদর্শন
পবিত্র কুমার দাস,বগুড়া প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘি উপজেলায় মন্দির ও শ্মশান সংস্কার কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের জেলা, সদর উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ শুক্রবার সারাদিনব্যাপী বিভিন্ন স্থানে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন বগুড়া জেলা পূজা উদযাপন ফ্রন্টের ১নং যুগ্ম আহ্বায়ক ও বগুড়া সদর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শ্রী বিপুল কর্মকার, জেলা পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক শ্রী নির্মল রায়, এবং বগুড়া শহর শাখার আহ্বায়ক শ্রী পুলক মহন্ত। তারা একযোগে বিভিন্ন মন্দিরের অবকাঠামো, শ্মশানের বর্তমান অবস্থা এবং চলমান সংস্কার কাজের কার্যক্রম ঘুরে দেখেন।
স্থানীয় পর্যায়ে পরিদর্শনে অংশ নেন আদমদীঘি উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক সৌরভ কুমার কর্মকার, সদস্য সচিব অভিলাষ কুমার বর্মন, যুগ্ম আহ্বায়ক মিনাল সরকার, কানাই প্রামানিক, হারান মহন্তসহ স্থানীয় নেতৃবৃন্দ। তারা সবাই মিলে এলাকার ধর্মীয় স্থাপনাগুলোর উন্নয়ন ও সম্প্রসারণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
নেতৃবৃন্দ জানান, চলমান ও পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হলে মন্দির ও শ্মশানগুলো সম্প্রদায়ের জন্য আরও সহজসুবিধা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে। একই সঙ্গে ধর্মীয়, সামাজিক এবং নাগরিক সুবিধা বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তারা।
পরিদর্শন শেষে নেতারা স্থানীয় কমিটির সঙ্গে মতবিনিময় করে ভবিষ্যৎ সংস্কার ও উন্নয়ন পরিকল্পনার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।