
“সৃজিত আমাকে এভাবেই বোকা বানায়” — ভিডিও সাক্ষাৎকারে মুখ খুললেন মিথিলা, মিলল নতুন ইঙ্গিত
বিনোদন ডেস্ক :
অনেকদিন ধরেই বিনোদনপাড়ায় গুঞ্জন— অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা এবং ওপার বাংলার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি আর একই ছাদের নিচে থাকছেন না। বিচ্ছেদের পথে তারা হাঁটছেন বলেও নানা জল্পনা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। মাঝে মাঝে মিথিলার কৌশলী উত্তরও সেই রহস্যকে আরও ঘনীভূত করে তুলেছিল।
তবে সম্প্রতি এক ভিডিও সাক্ষাৎকারে মিথিলার বক্তব্যে পরিস্থিতি যেন পুরোপুরি অন্য মোড় নিল। তিনি জানিয়েছেন, বর্তমানে তিনি ভারতের মুম্বাইয়ে রয়েছেন— এবং তাঁর সঙ্গে রয়েছেন সৃজিত মুখার্জিও। কোন তারিখে সেখানে গেছেন তা স্পষ্ট না হলেও, সাক্ষাৎকার থেকেই প্রকাশ পেয়েছে দুজনের একসঙ্গে সময় কাটানোর ইঙ্গিত।
সাক্ষাৎকারে মিথিলা বলেন,
“এরকম হয়েছে যে ওর (সৃজিতের) অনেক ফ্যামিলি মেম্বারের সঙ্গে আমার দেখা হয়নি; এবার দেখা হলো। আমরা বেড়াতে গিয়েছি, আইরার সঙ্গে পরিচয় হলো সবাই। গতবছর আমাদের শেষ দেখা হয়েছে, এরপর আর দেখা হয়নি। এবার একসঙ্গে হইচই করলাম।”
তিনি জানান, ঘোরাঘুরি বেশি না হলেও পরিবার নিয়ে সময়টা বেশ ভালোই কেটেছে।
মিথিলা সাক্ষাৎকারে হাসতে হাসতে বলেন,
“আমি সৃজিতকে বললাম, গেটওয়ে অফ ইন্ডিয়া দেখাতে। তখন সে বলল, ‘ওটা এখন বন্ধ, কাপড় দিয়ে ঢেকে রেখেছে।’ আমি ভাবলাম, এত বড় স্থাপনা কাপড় দিয়ে ঢেকে রাখা যায়! পরে গুগল করে দেখি— কোথায় কী! এমনভাবে সিরিয়াস মুখে কথা বলে যে সবসময়ই আমাকে এভাবে বোকা বানায়।”
এই মন্তব্য দ্রুতই নেটিজেনদের আলোচনায় উঠে আসে।
ব্যক্তিগত জীবন নিয়ে শুরু থেকেই নজর ছিল মিথিলা–সৃজিত দম্পতির ওপর। গত কয়েক মাস ধরে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়লেও দুজনের কেউ সরাসরি কিছু বলেননি।
এর আগেও এক পডকাস্টে প্রশ্ন করা হলে মিথিলা বলেছিলেন—
“২০২৪ সালের জুলাইয়ের পর থেকে আমি কলকাতা যাইনি, আমার ভিসা নেই।”
সঞ্চালকের প্রশ্নে, সৃজিত এখনও তার স্বামী কিনা— এ ব্যাপারেও পরিষ্কার উত্তর দেননি। শুধু বলেন—
“এটা তো যারা বলছে তারা বলছে। আমি কিছুই বলব না… তবে হ্যাঁ, পাসপোর্টে তার নাম রয়েছে।”
সাম্প্রতিক সাক্ষাৎকারে তাদের একত্রে থাকার বিষয়টি প্রকাশ্যে আসায় অনেকেই মনে করছেন, বিচ্ছেদের গুঞ্জন অন্তত আপাতত ভেঙে পড়েছে। দুজনের সম্পর্কের সমীকরণ ঠিক কেমন— তা যদিও এখনও প্রকাশ্যে পরিষ্কার নয়।
তবে মুম্বাইয়ে একসঙ্গে সময় কাটানোর কথা নিজেই স্বীকার করায়, বিনোদন মহলে নতুন করে আলোচনার ঝড় উঠেছে।