
হবিগঞ্জে হিন্দু ছাত্রসংঘের ব্যতিক্রমী আয়োজন: ধর্মীয় কুইজে মাতলো ২৫০ শিক্ষার্থী
হবিগঞ্জ প্রতিনিধি:
সনাতনী শিক্ষার্থীদের শিক্ষা ও চরিত্র গঠনের লক্ষ্যে হবিগঞ্জে অনুষ্ঠিত হলো ‘সনাতনী ধর্মীয় কুইজ প্রতিযোগিতা’। বাংলাদেশ হিন্দু মহাসংঘের নির্দেশনায় এবং বাংলাদেশ হিন্দু ছাত্রসংঘ, হবিগঞ্জ জেলা শাখার আয়োজনে আজ (বার/তারিখ বসান) হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতা সম্পন্ন হয়।
আয়োজকরা জানান, সনাতন ধর্ম ও নৈতিক শিক্ষার প্রসার এবং নতুন প্রজন্মকে তাদের শেকড়ের সন্ধান দিতেই এই আয়োজন। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২৫০ জন সনাতনী ছাত্র-ছাত্রী অংশ নেয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনাতন ধর্ম সম্পর্কে জানার ব্যাপক আগ্রহ ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
বাংলাদেশ হিন্দু ছাত্রসংঘের নেতারা জানান, এই কুইজ প্রতিযোগিতা কেবল একটি পরীক্ষা নয়, বরং এটি সনাতনী প্রজন্ম গঠনের একটি অঙ্গীকার। জাতির জাগরণ এবং ধর্মীয় শিক্ষার আলো প্রতিটি ঘরে পৌঁছে দিতে বাংলাদেশ হিন্দু মহাসংঘ ও হিন্দু ছাত্রসংঘ নিয়মিত এ ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় সংগঠনের জেলা শাখার নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।