
বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ মৌলভীবাজার জেলা শাখার ২০২৫ সালের সমাপনী মিটিং ও ২০২৬ সালের কর্মপরিকল্পনা আলোচনা অনুষ্ঠিত
শান্ত পাল, মৌলভীবাজার প্রতিনিধি :
বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে ২০২৫ সালের সমাপনী মিটিং গত ১২ ডিসেম্বর ২০২৫ ইং, শুক্রবার, প্রাকৃতিক মনোরম পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের জেলা শাখার নেতৃবৃন্দ ও সদস্যদের সক্রিয় অংশগ্রহণে দিনব্যাপী এই সভা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
সমাপনী মিটিংয়ে ২০২৬ সালের জন্য নতুন কর্মসূচি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় সংগঠনের লক্ষ্য ও আদর্শকে সামনে রেখে কীভাবে সনাতনী সমাজের সেবায় আরও সুসংগঠিত ও জোরালোভাবে কাজ করা যায়, সে বিষয়ে মতবিনিময় করা হয়। শিক্ষার্থী ও যুবসমাজকে সংগঠনের কার্যক্রমে আরও সম্পৃক্ত করা, সামাজিক ও মানবিক কার্যক্রম বিস্তৃত করা এবং ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
আলোচনা সভা শেষে সংগঠনের সদস্যদের নিয়ে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন ঐতিহ্যবাহী মন্দির পরিদর্শন করা হয়। পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যে শ্রীমঙ্গলের বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখা হয়। এই আয়োজনের মাধ্যমে সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সংগঠনের প্রতি দায়বদ্ধতা আরও দৃঢ় হয়েছে বলে অংশগ্রহণকারীরা মত প্রকাশ করেন।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, আগামী ২০২৬ সালে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ মৌলভীবাজার জেলা শাখা আরও গতিশীল কর্মসূচির মাধ্যমে সনাতনী সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।