
খুলনায় মন্দিরভিত্তিক গীতা শিক্ষা কার্যক্রম ২০২৫-২৬ শুরু, কেন্দ্রীয় শীতলা মাতা মন্দিরে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত
HindusNews ডেস্ক :
খুলনা জেলার মন্দিরভিত্তিক গীতা শিক্ষা কার্যক্রম ২০২৫-২৬ সনের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) খুলনার কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী শীতলা মাতা ঠাকুররানী মন্দির গীতা স্কুলের শিক্ষার্থীদের লিখিত ও মৌখিক গীতা পরীক্ষা গ্রহণের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট, খুলনা জেলা শাখা।
সকালে অনুষ্ঠিত এ পরীক্ষায় শীতলা মাতা মন্দির গীতা স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরীক্ষার পুরো কার্যক্রমে উপস্থিত ছিলেন শ্রী শ্রী শীতলা মাতা ঠাকুররানী মন্দির কমিটির সদস্যবৃন্দ, শিক্ষার্থীদের অভিভাবকরা এবং বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ। গীতা শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে পরীক্ষাটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট খুলনা জেলা শাখার অন্যতম সদস্য সুস্মিতা সাহা লগ্ন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট খুলনা জেলা শাখার সদস্য সচিব শ্রী পলক দাসসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। পরীক্ষা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সদস্য সচিব পলক দাস বলেন, খুলনা মহানগরের যেসব মন্দিরে এখনো গুরুকুল ব্যবস্থা নেই, সেসব মন্দিরে পর্যায়ক্রমে গুরুকুল প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি জেলা ছাত্র মহাজোটের সদস্যদের নিয়ে আলাদা টিম গঠন করে খুলনা জেলার প্রতিটি উপজেলা ও মহানগরের প্রতিটি মন্দিরে গুরুকুল প্রতিষ্ঠা ও পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, গীতা শিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিশু-কিশোরদের নৈতিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও সনাতন সংস্কৃতির সঙ্গে যুক্ত করে গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতে এ কার্যক্রম আরও বিস্তৃত আকারে চালু করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মন্দিরভিত্তিক গীতা শিক্ষা কার্যক্রম শুরুর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অভিভাবকরা জানান, এমন কার্যক্রম শিশুদের চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ধর্মীয় শিক্ষার পাশাপাশি শৃঙ্খলাবোধ ও নৈতিকতা বৃদ্ধিতে সহায়ক হবে।