
সংখ্যালঘু নির্যাতন ও হত্যাকাণ্ডের প্রতিবাদে নীলফামারীতে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক :
দেশব্যাপী সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর চলমান হত্যা, নির্যাতন, জমি দখল ও ধর্মীয় উপাসনালয় ভাঙচুরের প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। নীলফামারী জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় চৌরঙ্গী মোড়ে।
মানববন্ধনে রংপুরের তারাগঞ্জে সংঘটিত আলোচিত হত্যাকাণ্ডসহ একাধিক নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। বক্তারা বীর মুক্তিযোদ্ধা যোগেশ রায় ও তাঁর স্ত্রী সুবর্ণা রায়, মৎস ব্যবসায়ী উৎপল সরকার এবং স্বর্ণ ব্যবসায়ী প্রাণোতোষ কর্মকার হত্যার ঘটনা উল্লেখ করে বলেন, এসব হত্যাকাণ্ড শুধু ব্যক্তি বিশেষের বিরুদ্ধে নয়, বরং সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের অস্তিত্বের ওপর সরাসরি আঘাত।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়ি ও জমি দখল, মন্দির ও ধর্মীয় উপাসনালয়ের জমি গ্রাস, মন্দির ভাঙচুর, নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা ক্রমাগত বাড়ছে। এসব ঘটনায় অনেক ক্ষেত্রে বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে বলে বক্তারা দাবি করেন।
বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সংখ্যালঘু হিন্দুদের জানমাল ও ধর্মীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি তারা জাতীয় সংসদসহ রাষ্ট্রের সর্বক্ষেত্রে সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসন বৃদ্ধি, পৃথক নির্বাচনী ব্যবস্থার দাবি এবং নির্যাতনের ঘটনায় দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার জোর দাবি জানান।
মানববন্ধন শেষে নেতৃবৃন্দ বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়া হবে এবং দেশের প্রতিটি স্তরে সংখ্যালঘুদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাবে।