
রাজশাহী পঞ্চবটী মহাশ্মশানে পুরোহিতের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি!
HindusNews ডেস্ক :
রাজশাহীর ঐতিহ্যবাহী ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ পঞ্চবটী মহাশ্মশানে কর্তব্যরত এক পুরোহিতের ওপর একাধিকবার হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন বলে অভিযোগ করেছেন। ঘটনাটি স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে।
ভুক্তভোগী পুরোহিত সম্প্রতি রাজশাহী পঞ্চবটী মহাশ্মশানের অফিসিয়াল ফেসবুক আইডি থেকে প্রকাশিত এক পোস্টে জানান, দীর্ঘদিন ধরেই শ্মশানে নিয়মিত দায়িত্ব পালনের সময় তাকে বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে। হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং শারীরিকভাবে আক্রমণের ঘটনাও ঘটেছে বলে তিনি উল্লেখ করেন। সর্বশেষ ঘটনায় আলিপ নামের এক ব্যক্তি তাকে সরাসরি প্রাণনাশের হুমকি দেন। পুরোহিতের অভিযোগ অনুযায়ী, তিনি যদি প্রশাসনের কাছে সহায়তা চান বা অভিযোগ করেন, তাহলে তার হাত কেটে নেওয়া হবে বলে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়।
ফেসবুক পোস্টে তিনি আরও জানান, একটি পবিত্র ও ধর্মীয় মর্যাদাসম্পন্ন শ্মশানভূমিতে এ ধরনের সহিংসতা শুধু তার ব্যক্তিগত নিরাপত্তাকেই নয়, বরং পুরো সনাতন সমাজের ধর্মীয় অধিকার ও মর্যাদাকেও প্রশ্নের মুখে ফেলছে। প্রতিনিয়ত ভয় ও আতঙ্কের মধ্যে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়ছেন বলেও উল্লেখ করেন। এ বিষয়ে “সত্য সনাতন টিভি” নামের একটি মাধ্যমেও তার বক্তব্য প্রকাশিত হয়েছে।
এ ঘটনার পর স্থানীয় সনাতন ধর্মাবলম্বী সমাজের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, শ্মশান একটি অত্যন্ত সংবেদনশীল ও পবিত্র ধর্মীয় স্থান। সেখানে কর্মরত পুরোহিতের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। তারা অভিযোগ করেন, বারবার এমন ঘটনা ঘটলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় দুষ্কৃতকারীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে পরিস্থিতি আরও জটিল ও অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
ভুক্তভোগী পুরোহিত জানান, তিনি কোনো সংঘাত চান না, শুধু শান্তিপূর্ণভাবে তার ধর্মীয় দায়িত্ব পালন করতে চান। এজন্য তিনি অবিলম্বে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত, অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তার এবং নিজের জীবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
সনাতন সমাজের বিভিন্ন সংগঠন দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পঞ্চবটী মহাশ্মশানে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়েছে।