
দশমিনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন হিন্দু পরিবারের বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় অর্ধকোটি টাকা
HindusNews ডেস্ক :
পটুয়াখালীর দশমিনা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি হিন্দু পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার আলীপুরা ইউনিয়নের মধুপুরা গ্রামে মৃত রাজেন্দ্র চন্দ্র দাসের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে ছয় কক্ষবিশিষ্ট টিনশেড বসতঘরসহ ভেতরে থাকা আসবাবপত্র, স্বর্ণালংকার, নগদ অর্থ ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, এ ঘটনায় মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন মৃত রাজেন্দ্র চন্দ্র দাসের তিন ছেলে—ধীরেন চন্দ্র দাস, সুনীল চন্দ্র দাস ও সুমন চন্দ্র দাস।
স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, রাতে সবাই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে গলাচিপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরের সবকিছু পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ধীরেন চন্দ্র দাস কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আগুনে আমাদের তিনটি পরিবার একেবারে পথে বসে গেছে। শীতের রাতে শিশুদের নিয়ে কোথায় যাব, কী খাব—কিছুই বুঝতে পারছি না। আমরা এখন সম্পূর্ণ নিঃস্ব।”
এ বিষয়ে আলীপুরা ইউনিয়ন পরিষদের সদস্য ফখরুল ইসলাম জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগুনে তিন পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)-কে বিষয়টি অবহিত করা হয়েছে।
গলাচিপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার মো. জাকির হোসেন বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।”