
কোমরপুর রাধাগোবিন্দ ও কালীমন্দির উন্নয়নে শুভশক্তি স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের অনুদান
HindusNews ডেস্ক :
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কোমরপুরে অবস্থিত শ্রী শ্রী রাধাগোবিন্দ ও কালীমন্দিরের উন্নয়ন কার্যক্রমে উল্লেখযোগ্য সহায়তা প্রদান করেছে শুভশক্তি স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন।
মন্দির উন্নয়নের লক্ষ্যে সংস্থাটির পক্ষ থেকে ২৮ বস্তার অধিক সিমেন্টের সমমূল্যের অর্থ প্রদান করা হয়।
শুভশক্তি স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সকল সদস্যদের উদ্যোগে এক পূর্ণ সেবামূলক ও মানবিক উদ্দেশ্যে মন্দিরটি পরিদর্শন করা হয়। এ সময় কেন্দ্রীয় কমিটির সদস্যদের পাশাপাশি বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের টিম সদস্যরা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রীহরি দাস বাবুর সঙ্গে মন্দিরের বর্তমান অবস্থা, উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভশক্তি স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা যাত্রা মোহন বর্মন, ভাইস-চেয়ারম্যান মলিন চন্দ্র রায়, শ্যামল চন্দ্র রায়, কাজল চন্দ্র রায়, মুখপাত্র প্রভাত চন্দ্র রায়, বগুড়া জেলা টিম লিডার রামচন্দ্র বর্মন, কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক লিটন চন্দ্র রায়, কেন্দ্রীয় টিম লিডার তন্মন চন্দ্র দাস, কার্যকরী সদস্য কমলাকান্ত রায় এবং জলঢাকা উপজেলা টিম লিডার জয়ন্ত কুমার রায়সহ আরও অনেকে।
মন্দির উন্নয়নে এই সহযোগিতাকে স্বাগত জানিয়ে উপস্থিত সকল সদস্যদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান শুভশক্তি স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র রায় এবং সহ-মুখপাত্র সুব্রত দাশ।
তাঁরা জানান, ভবিষ্যতেও দেশের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান উন্নয়নে শুভশক্তি স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।