
প্রনাম ব্যান্ড’-এর স্বত্বাধিকারী রোমিও সূত্রধরের ছবি বিকৃত করে সাম্প্রদায়িক উসকানি: নেপথ্যে গভীর ষড়যন্ত্র
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের সনাতনী সংগীতাঙ্গনের জনপ্রিয় মুখ ও ‘প্রনাম ব্যান্ড’-এর স্বত্বাধিকারী রোমিও সূত্রধরের (Romareo Sutradhar) একটি ছবি প্রযুক্তির মাধ্যমে বিকৃত (AI/Photoshop) করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর অপচেষ্টার অভিযোগ উঠেছে। একজন সাংস্কৃতিক কর্মীর বিরুদ্ধে এমন ঘৃণ্য ষড়যন্ত্রে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রযুক্তির অপব্যবহার করে ছবি বিকৃত (এডিট) করার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও দাঙ্গা বাঁধানোর গভীর ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। রোমিও সূত্রধর (Romareo Sutradhar) নামের এক হিন্দু যুবকের পুরোনো একটি গিটারের ছবিকে ফটোশপ বা এআই (AI)-এর মাধ্যমে এডিট করে সেখানে পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন যুক্ত করে অপপ্রচার চালানোর অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার সূত্রপাত ও মারজানের পোস্ট,
সম্প্রতি ‘মোহাম্মদ মারজান’ (Mohammad Marjan) নামের একটি ফেসবুক আইডি থেকে রোমিও সূত্রধরের একটি বিকৃত ছবি পোস্ট করা হয়। মূল ছবিতে একটি গিটারের ওপর মা কালীর দুটি প্রতিমা থাকলেও, ভাইরাল করা ওই ছবিতে মূর্তির নিচে এডিটিংয়ের মাধ্যমে পবিত্র কোরআন শরীফ বসিয়ে দেওয়া হয়।
উসকানিমূলক ওই পোস্টে মারজান লেখেন, “বাংলাদেশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এই আইডি থেকে অনেকগুলো ছবি পোস্ট করা হয়েছে। যেখানে মূর্তির নিচে কোরআন শরীফ রাখা হয়েছে। তাই মুসলমানদের ধর্মগ্রন্থ আল কুরআনকে অবমাননা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এই আইডিটাকে তদন্ত করে দ্রুত গ্রেপ্তারের জানাচ্ছি।”
রোমিও সূত্রধরের প্রতিবাদ ও প্রকৃত সত্য,
বিষয়টি নজরে আসার পরপরই রোমিও সূত্রধর নিজের ভেরিফাইড বা ব্যক্তিগত প্রোফাইল থেকে এর তীব্র প্রতিবাদ জানান এবং আসল ঘটনা তুলে ধরেন। তিনি স্পষ্ট জানান, ছড়িয়ে পড়া ছবিটি সম্পূর্ণ ভুয়া এবং প্রযুক্তির (AI) কারসাজি।
রোমিও তার পোস্টে লেখেন, “সাবধানতা অবলম্বন করুন। সামনে নির্বাচন, আর রাজনৈতিক প্রেক্ষাপটে সব সময় বলির পাঠা হলো হিন্দুরা। মোটামুটি হিন্দু-মুসলিম দাঙ্গা লাগিয়ে দিতে পারলেই দেশের পরিস্থিতি খারাপ করে দেওয়াটা খুব সহজ।”
তিনি আরও অভিযোগ করেন, “এক পক্ষ ঠিক এই ধরণের কাজ নির্বাচনকে ঘিরে প্রতিনিয়ত করে যাচ্ছে, যার প্রথম ফাঁদ ধর্ম অবমাননা। আমার কিছু ছবি AI দিয়ে এডিট করে একটা আইডি থেকে অপপ্রচার চালাচ্ছে, আপনার ক্ষেত্রেও হতে পারে।”
আইনি ব্যবস্থা ও সম্প্রীতির আহ্বান,
ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন রোমিও। তিনি HINDUS NEWS কে জানান, “আগামীকাল কোর্টে এই আইডির বিরুদ্ধে মামলা করা হবে। কে বা কারা আমার নামে অপপ্রচার চালিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করতে চাইছে তা খতিয়ে দেখা দরকার।”
মুসলিম সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “মুসলিম ভাইদের প্রতি অনুরোধ সজাগ থাকুন যাতে কারো ব্যক্তিগত স্বার্থে আপনাকে ব্যবহার করছে কিনা অবশ্যই আগে ভেবে নিবেন। আমি সকল ধর্মকে সম্মান করি।”
ইতোমধ্যে তিনি ফেসবুক কর্তৃপক্ষের কাছে বিকৃত ছবিটি সরানোর অনুরোধ জানিয়েছেন এবং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
সাইবার নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, নির্বাচন বা বিশেষ রাজনৈতিক পরিস্থিতির আগে একটি স্বার্থান্বেষী মহল প্রায়ই এ ধরনের ‘ফেক নিউজ’ বা বিকৃত ছবি ছড়িয়ে ধর্মীয় সংঘাত তৈরির চেষ্টা করে। এ বিষয়ে সাধারণ ব্যবহারকারীদের আবেগতাড়িত না হয়ে সত্যতা যাচাইয়ের পরামর্শ দেওয়া হয়েছে।