
রাউজানে অন্নদা ঠাকুরের ১৩৫ তম শুভ আবির্ভাব উপলক্ষে ষোড়শ প্রহরব্যাপী মহানাম সংকীর্তন
রাউজান, চট্টগ্রাম (প্রতিনিধি):
চট্টগ্রামের রাউজান উপজেলার উত্তর গুজরায় শ্রীশ্রী রামকৃষ্ণ স্বপ্নাদিষ্ট পরম পুরুষ, উত্তর গুজরার সুসন্তান, বিশ্ববন্দনীয় মাতৃসাধক এবং কলকাতাস্থ দক্ষিণেশ্বর আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘের প্রতিষ্ঠাতা সংঘগুরু শ্রীশ্রী অন্নদা ঠাকুরের ১৩৫ তম শুভ আবির্ভাব উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ষোড়শ প্রহরব্যাপী মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে।
গত ১১ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত চারদিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন ধর্মীয় ও আধ্যাত্মিক কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানমালার মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, নগর কীর্তন, সমবেত প্রার্থনা, শুভ অধিবাস কীর্তন, গীতাপাঠ, চণ্ডীপাঠ, শ্রীশ্রী রাধাকৃষ্ণ পূজা, শ্রীশ্রী আদ্যা মায়ের পূজা, শিব পূজা, শ্রীশ্রী ঠাকুরের রাজভোগ নিবেদন, ভোগরতি কীর্তন, ষোড়শ প্রহর মহানাম সংকীর্তন এবং অন্নপ্রসাদ আস্বাদন।
১১ ডিসেম্বর গীতাপাঠ শুভ আর্শীবাদক আদ্যাপীঠ মন্দিরের প্রধান পূজারী পণ্ডিতপ্রবর শ্রী তপন চক্রবর্ত্তী।
১২ ও ১৩ ডিসেম্বর শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তনের শুভারম্ভ হয়। এসময় অহোরাত্র মহানাম সংকীর্তন ও ভক্তদের জন্য অন্নপ্রসাদ বিতরণ করা হয়।
মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।
সার্বিক তত্ত্বাবধানে শ্রীশ্রী অন্নদাঠাকুর আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘ পরিচালনা পরিষদের ট্রাস্টি কাঞ্চন তালুকদার ও ট্রাস্টি বরুণ মজুমদার।
উৎসব উদযাপন পরিষদের সভাপতি আশুতোষ চক্রবর্ত্তী এবং সাধারণ সম্পাদক সজল কান্তি কর সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে আগত হাজারো নারী-পুরুষ ভক্তবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
১৪ ডিসেম্বর শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তনের পূর্ণাহুতির মাধ্যমে এ মহতী ধর্মীয় আয়োজনের সমাপ্তি ঘটে।