
মদনে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
বিজয় চন্দ্র দাস, নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার মদন উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বেদবতী মিস্ত্রী মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, ১৯৭১ সালে বিজয়ের ঠিক আগ মুহূর্তে জাতিকে মেধাশূন্য করতে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা দেশের শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করে। তাদের এই আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।
আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচির শেষ পর্যায়ে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর নিহত সকল শহীদ বুদ্ধিজীবীদের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।