
শিবগঞ্জ থানার বড় পাকুরিয়া দেব মন্দির পরিদর্শনে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বগুড়া জেলা শাখা
পবিত্র কুমার দাস, বগুড়া জেলা প্রতিনিধি :
বগুড়ার শিবগঞ্জ থানাধীন বড় পাকুরিয়া দেব মন্দিরের চলমান ও প্রস্তাবিত সংস্কার কার্যক্রম পরিদর্শন করেছে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দ। শনিবার রাত ১০টায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট শিবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বগুড়া জেলা শাখার যুগ্ম আহ্বায়ক শ্রী বিপুল কর্মকার, বগুড়া সদর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক, বগুড়া জেলা পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক শ্রী নির্মল রায়, বগুড়া জেলা পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক শ্রী আচানু মহন্ত, শাজাহানপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক এবং বগুড়া জেলা পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক শ্রী উজ্জ্বল সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট শাখার আহ্বায়ক শ্রী পল্লব মোহন্ত, সদস্য সচিব শ্রী দুলাল মহন্তসহ বড় পাকুরিয়া দেব মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদক ও মন্দির কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
পরিদর্শন শেষে নেতৃবৃন্দ মন্দিরের অবকাঠামোগত উন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থা এবং ভবিষ্যৎ সংস্কার পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তারা জানান, বড় পাকুরিয়া দেব মন্দির একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র হওয়ায় এর সার্বিক উন্নয়ন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। চলমান ও নতুন উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হলে এলাকার ধর্মীয় পরিবেশের উন্নতির পাশাপাশি সামাজিক ও নাগরিক সুবিধাও আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বগুড়া জেলা শাখা, পৌর শাখা ও বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দ একযোগে আশ্বাস দেন যে, হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের উন্নয়ন ও সুরক্ষায় সংগঠনটি আগামীতেও সক্রিয় ভূমিকা পালন করবে।