
কুড়িগ্রামে রাজারহাটে নৈশপ্রহরী তপন কুমার সরকারকে নির্মমভাবে হত্যা!
নিজস্ব প্রতিবেদক :
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় গভীর রাতে ডাকাতির সময় এক হিন্দু নৈশপ্রহরীকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তি তপন কুমার সরকার (৫০), তিনি কুড়িগ্রামের উলিপুর উপজেলার দলদলিয়া গ্রামের বাসিন্দা। পেশাগত দায়িত্ব পালনকালে তাঁকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১৪ ডিসেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে রাজারহাট উপজেলার শান্তিনগর এলাকায় অবস্থিত আকিজ সিগারেট কোম্পানির অফিস প্রাঙ্গণে তপন কুমার সরকারের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে একটি সংঘবদ্ধ ডাকাত দল আকিজ সিগারেট কোম্পানির অফিসে হানা দেয়। এ সময় নৈশপ্রহরী তপন কুমার সরকার ডাকাতদের বাধা দিতে গেলে তাঁর ওপর হামলা চালানো হয়। দুর্বৃত্তদের আঘাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। প্রাথমিকভাবে তাঁর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
ডাকাতরা অফিস থেকে বিভিন্ন মালামালসহ আনুমানিক ৩৪ লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
নিহত তপন কুমারের লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন তাঁর স্ত্রী মোনা রানী। তিনি বলেন,
“আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সে শুধু নিজের দায়িত্ব পালন করছিল। আমি এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চাই।”
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল ওয়াদুদ বলেন,
“নিহতের মাথায় আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে। ঘটনাটি ডাকাতির সময় সংঘটিত একটি হত্যাকাণ্ড। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।”
হিন্দু সম্প্রদায়ের একজন সাধারণ নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করতে গিয়ে এমন নির্মম হত্যার শিকার হওয়ায় স্থানীয় হিন্দু সমাজে তীব্র ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।