
চিতলমারীতে ডেঙ্গু আক্রান্ত হিন্দু প্রসুতি মা ও অনাগত সন্তানের মর্মান্তিক মৃত্যু
HindusNews ডেস্ক :
বাগেরহাটের চিতলমারীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক অন্তঃসত্ত্বা হিন্দু নারী ও তাঁর অনাগত সন্তানের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে চিতলমারী সদর বাজার এলাকায়। স্থানীয় হিন্দু সমাজে নেমে এসেছে গভীর শোক ও স্তব্ধতা।
পারিবারিক সূত্রে জানা যায়, চিতলমারী সদর বাজারের বাসিন্দা ব্যবসায়ী বুলু গুহের স্ত্রী টুম্পা গুহ অন্তঃসত্ত্বা ছিলেন। চিকিৎসকদের হিসাব অনুযায়ী আগামী ২৭ ডিসেম্বর তাঁর সন্তান প্রসবের সম্ভাব্য তারিখ নির্ধারিত ছিল। তবে হঠাৎ করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।
পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় পরিবার দ্রুত তাঁকে খুলনার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর আনুমানিক ৬টায় টুম্পা গুহ ও তাঁর গর্ভের সন্তান একে একে মৃত্যুবরণ করেন।
এই ঘটনার পর হিন্দু ধর্মীয় রীতি ও শাস্ত্র অনুযায়ী অত্যন্ত সংবেদনশীল এক প্রক্রিয়ার মধ্য দিয়ে শেষকৃত্য সম্পন্ন করা হয়। স্থানীয় দুর্গাপুর এলাকায় সিজার পদ্ধতির মাধ্যমে মায়ের পেট থেকে মৃত সন্তানকে বের করা হয়। এরপর মা ও সন্তানকে পৃথকভাবে পাশাপাশি রেখে হিন্দু শাস্ত্রমতে শেষ কৃত্য সম্পন্ন করেন স্বজন ও এলাকাবাসী।
জানা গেছে, প্রয়াত টুম্পা গুহের শ্রেষ্ঠা (১৩) ও শ্রেয়া (৭) নামে দুই কন্যা সন্তান রয়েছে। অল্প বয়সেই মা হারিয়ে তারা এখন নিঃস্ব ও শোকাহত।
এলাকার ব্যবসায়ী মুরাদ মুন্সী ও চিকিৎসক ডা. ফারুক হোসেন জানান,
“বর্তমানে ডেঙ্গুর প্রভাব উদ্বেগজনকভাবে বেড়েছে। এমন মর্মান্তিক মৃত্যু আমাদের সবাইকে নাড়া দিয়েছে। স্বাস্থ্য বিভাগের আরও কার্যকর উদ্যোগ ও সেবার মান বাড়ানো জরুরি।”
এ বিষয়ে চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায় বলেন,
“ডেঙ্গু আতঙ্কিত হওয়ার মতো রোগ নয়, তবে অবশ্যই সতর্ক থাকতে হবে। সময়মতো চিকিৎসকের পরামর্শ ও সঠিক চিকিৎসা নিলে ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।”
এলাকাবাসী দ্রুত ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং অন্তঃসত্ত্বা নারীদের জন্য বিশেষ চিকিৎসা নজরদারির দাবি জানিয়েছেন।