বাঁশখালীর ঋষিধামে আসন্ন আন্তর্জাতিক কুম্ভমেলার প্রস্তুতি পরিদর্শনে এডভোকেট সুব্রত চৌধুরী

1 week ago
VIEWS: 85

নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী (চট্টগ্রাম):


আগামী ২০২৬ সালের শুরুতে চট্টগ্রামের বাঁশখালীস্থ ঋষিধামে অনুষ্ঠিত হতে যাওয়া ২২তম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উপলক্ষে প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেছেন বিশিষ্ট রাজনীতিবিদ ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম মুখ এডভোকেট সুব্রত চৌধুরী।

শুক্রবার (১৫ ডিসেম্বর, ২০২৫) তিনি ঋষিধাম পরিদর্শনে যান। আগামী ২৩ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত এই মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মেলা প্রাঙ্গণে ইতোমধ্যেই ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।

পরিদর্শনকালে এডভোকেট সুব্রত চৌধুরীকে স্বাগত জানান ঋষিধামের জ্যেষ্ঠ সন্ন্যাসী শ্রীমৎ স্বামী কৃপানন্দ পুরী মহারাজ। এ সময় ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাঁশখালী শাখার সাধারণ সম্পাদক ঝুন্টু কুমার দাশসহ স্থানীয় ও জাতীয় পর্যায়ের একাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা অতিথির সাথে মেলার সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

পরিদর্শন শেষে এডভোকেট সুব্রত চৌধুরী বলেন, "ঋষিকুম্ভ কেবল একটি ধর্মীয় আয়োজন নয়, এটি একটি মানবিক ও আধ্যাত্মিক জাগরণ। এ মেলার মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার বার্তা পৌঁছে দেওয়া উচিত।"

আয়োজক কমিটি জানায়, এই মহাযজ্ঞ ও ধর্মীয় সমাবেশকে সফল করতে ইতোমধ্যে ধারাবাহিক প্রস্তুতি ও প্রচার কার্যক্রম জোরদার করা হয়েছে।

to join the global Sanatani Hindu Community
Connect with Sanatani Hindus from all over the world — share, learn, and grow together.
Explore Questions, Bhajan Lyrics, Leelas, Feeds, Business Pages, Products, plus Shlokas, Events, Courses, Jobs, Marriage, Help Posts, and more.
মন্তব্য করতে Login অথবা Registration করুন