
বিজয় দিবসে চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে গীতা পাঠে অংশ নিলেন শ্রীমান সুদর্শন ধারী দাস ব্রহ্মচারী
জয় দাশ চট্টগ্রাম প্রতিনিধি :
মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজিত আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশগ্রহণ করে গৌরবময় ইতিহাসের স্মরণে পবিত্র শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ করেন চট্টগ্রামের একাধিক মন্দিরের সিনিয়র পুরোহিত শ্রীমান সুদর্শন ধারী দাস ব্রহ্মচারী।
জেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন ধর্মীয় প্রতিনিধিদের অংশগ্রহণের মাধ্যমে ধর্মীয় সহাবস্থান ও সম্প্রীতির চিত্র ফুটে ওঠে। শ্রীমান সুদর্শন ধারী দাস ব্রহ্মচারীর গীতা পাঠ অনুষ্ঠানে উপস্থিত সকলকে গভীরভাবে আবেগাপ্লুত করে তোলে এবং বিজয়ের মাহাত্ম্যে একটি আধ্যাত্মিক আবহ তৈরি হয়।
প্রশাসনের কর্মকর্তারা বলেন, “এ ধরনের কর্মসূচি প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে ধর্মীয় মূল্যবোধ ও সহনশীলতার শিক্ষাও দেয়।”
বিজয় দিবসের এই আয়োজনে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্টরা শ্রীমান ব্রহ্মচারীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।।