
প্যারা অ্যাথলেট এশিয়ান ইয়ুথ প্যারা গেমস ২০২৫- এ স্বর্ণপদক জিতে বাংলাদেশকে গৌরবান্বিত করায় গ্রামবাসীর ফুলের শুভেচ্ছায় সিক্ত চৈতি দেব
শান্ত পাল, মৌলভীবাজার জেলা প্রতিনিধি :
শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর দশরথ উচ্চ বিদ্যালয় ও কলেজের অষ্টম শ্রেণী ছাত্রী ভূনবীর গ্রামের সতই দেবের কন্যা প্রতিভাবান প্যারা অ্যাথলেট চৈতি রানী দেব এশিয়ান ইয়ুথ প্যারা গেমস ২০২৫- এ স্বর্ণপদক জিতে বাংলাদেশকে গৌরবান্বিত করায় ভূনবীর গ্রামবাসীর পক্ষ থেকে ১৬ ডিসেম্বর সকালে ফুলেল শুভেচ্ছা জানানো হয় ।
দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে জ্যাভেলিন ইভেন্ট ও ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় দুবাইয়ে অনুষ্ঠিত ইয়ুথ প্যারা গেমসে স্বর্ণপদক জিতেছে চৈতি।
বিশিষ্ট মানবাধিকার কর্মী সমাজসেবক ও শিক্ষানুরাগী এম এল এইচ লোকমান জানান,
চৈতি আমার নিকটতম প্রতিবেশী, জাতীয় পর্যায়ের পর আন্তর্জাতিক পর্যায়ে এই সাফল্যে সারাদেশের মত আমরা ভূনবীর বাসীও গর্বিত।
এই সাফল্যের পেছনে তার পিতা-মাতা স্কুলের শিক্ষক শিক্ষিকা খেলার কোচ সহ সংশ্লিষ্টদের অক্লান্ত শ্রম ও সহযোগিতা মাধ্যমেই কেবল এত বড় সাফল্য সম্ভব হয়েছে।
এ সময় চৈতি বলেন, এই অর্জন দেশবাসী সহ এলাকাবাসীকে উৎসর্গ করছি, সামনে আমি জাপান খেলতে যাব সবাই কাছে আমি দুয়া আশীর্বাদ পাশাপাশি সবার সহযোগিতা কামনা করছি।
এসময় এলাকার বিশিষ্ট গুনীজন ও ভূনবীর সমাজ কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।