
অসহায় হিন্দু পরিবারের পাশে দাঁড়াল বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ :ফেনীতে মানবিকতার অনন্য দৃষ্টান্ত
নিজস্ব প্রতিবেদক, ফেনী :
ফেনীর একটি গরীব ও চরম অসহায় হিন্দু পরিবার আজ জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করছে। পরিবারটিতে দুই ছেলে ও এক মেয়ে থাকলেও তাদের বাবা বহু আগেই মৃত্যুবরণ করেছেন। দুঃখজনকভাবে, পরিবারটির এক ছেলে ও মেয়েটি প্রতিবন্ধী। মেয়েটির বিয়ে হলেও পরিবারটির ওপর নেমে আসে একের পর এক বিপর্যয়।
যে ছেলেটি শারীরিকভাবে সুস্থ ছিল এবং সংসারের হাল ধরতে পারত, সেই ছেলেটিই সম্প্রতি এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়। তার অকাল মৃত্যুতে পরিবারটি আজ পুরোপুরি দিশেহারা। উপার্জনক্ষম কেউ না থাকায় নিত্যদিনের খাবার, চিকিৎসা ও জীবনযাপনই হয়ে উঠেছে চরম অনিশ্চিত।
এমন হৃদয়বিদারক পরিস্থিতিতে মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ, ফেনী জেলা শাখা। সংগঠনটির পক্ষ থেকে পরিবারটির পাশে দাঁড়িয়ে তাদের দুঃখ-কষ্ট বোঝার চেষ্টা করা হয় এবং সামর্থ্য অনুযায়ী উপহার ও সহায়তা পৌঁছে দেওয়া হয়।
বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘের সভাপতি পিযুষ দাস তাঁর ফেসবুক পোস্টে এই বিষয়ে লিখেছেন—
“এই পরিবারটির কষ্ট আমাদের গভীরভাবে নাড়া দিয়েছে। আমরা জানি, আমাদের সহায়তা খুবই সামান্য। কিন্তু এই ছোট্ট প্রচেষ্টাই যদি তাদের মনে একটু শান্তি আনে এবং তারা বুঝতে পারে যে সমাজ এখনো মানবিকতাহীন হয়ে যায়নি,তাহলেই আমাদের উদ্যোগ সার্থক।”
তিনি আরও বলেন, সমাজে পিছিয়ে পড়া, নির্যাতিত ও অসহায় হিন্দু পরিবারগুলোর পাশে দাঁড়ানোই বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।