
কাহারোলে মহান বিজয় দিবসে শহীদদের প্রতি বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের পুষ্পার্ঘ্য নিবেদন
জয়ন্ত চন্দ্র দেবশর্ম্মা (দিনাজপুর), প্রতিনিধি:
১৬ ডিসেম্বর ২০২৫, রোজ মঙ্গলবার, মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট, কাহারোল উপজেলা শাখা, দিনাজপুরের উদ্যোগে কাহারোল উপজেলা মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৮টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে সংগঠনের উপজেলা শাখার নেতৃবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট কাহারোল উপজেলা শাখার সভাপতি ও অশ্বত্থ ফাউন্ডেশনের চেয়ারম্যান জয়ন্ত চন্দ্র দেবশর্ম্মা, সাংগঠনিক সম্পাদক ও অশ্বত্থ ফাউন্ডেশন-এর মহান বিজয় দিবস–২০২৫ উদযাপন কমিটির আহ্বায়ক শ্রী মৃণাল চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক নিতাই রায়, দপ্তর সম্পাদক মহাদেব চন্দ্র রায়, সাবেক সাংগঠনিক সম্পাদক ও নির্বাহী সদস্য সিন্ধু রায়, নির্বাহী সদস্য দুর্জয় রায়, জয় রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ, কাহারোল উপজেলা শাখার শ্রী নয়ন দেব।
এ সময় তারা মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের বিদেহী আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন।
উপজেলা শাখার সভাপতি ও অশ্বত্থ ফাউন্ডেশনের চেয়ারম্যান জয়ন্ত চন্দ্র দেবশর্ম্মা বলেন, “১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনাই আমাদের জাতীয় ঐক্য, সাম্য ও স্বাধীনতার মূল ভিত্তি। এই চেতনাকে ধারণ করেই একটি অসাম্প্রদায়িক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।” তিনি সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানান।