
ধামরাইয়ে শ্বাসরোধে মা জোৎস্না রাণী সরকারকে হত্যার অভিযোগে ছেলে মানিক সরকার গ্রেপ্তার
ধামরাই (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার ধামরাইয়ে পারিবারিক কলহের জেরে শ্বাসরোধে নিজের মাকে হত্যার অভিযোগে ছেলে মানিক সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের নাম জোৎস্না রাণী সরকার (৬৫)। তিনি ধামরাই পৌরসভার দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা ও বিদু সরকারের স্ত্রী।
ঘটনাটি ঘটেছে ধামরাই উপজেলার দক্ষিণপাড়া সরকারি কলেজের পশ্চিম পাশে নিহতের নিজ বাড়িতে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে সোমবার (১৫ ডিসেম্বর) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, জোৎস্না রাণী সরকার তার ছেলে মানিক সরকারের সঙ্গে একই বাড়িতে বসবাস করতেন। পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই তাদের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন কথা কাটাকাটির একপর্যায়ে মানিক সরকার ক্ষিপ্ত হয়ে মায়ের গলা ও মুখ চেপে ধরেন। এতে শ্বাসরোধ হয়ে ঘটনাস্থলেই জোৎস্না রাণী সরকারের মৃত্যু হয়।
ঘটনার পর মানিক সরকার মায়ের মরদেহের পাশে বসে কান্নাকাটি করতে থাকেন। পরে স্থানীয়রা তাকে ধামরাই সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জোৎস্না রাণী সরকারকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের মেয়ে লক্ষী রাণী মজুমদার বাদী হয়ে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ১৫।
ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, অভিযুক্ত মানিক সরকারকে ঘটনার রাতেই গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন। পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করা হয়।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ জানায়, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।