
লালমনিরহাটে সর্বজনীন কালী মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুর!
HindusNews ডেস্ক :
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের গাণ্ডার পাড়া এলাকায় অবস্থিত সর্বজনীন কালী মন্দিরে দুর্বৃত্তদের দ্বারা মা কালীর প্রতিমা ভাঙচুরের ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) সকাল আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে মন্দিরে ভক্তরা দেখতে পান—মা কালীর প্রতিমার বিভিন্ন অংশ ভাঙচুর করা হয়েছে। এতে এলাকাজুড়ে চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়। খবর ছড়িয়ে পড়লে হিন্দু সম্প্রদায়ের মানুষজন মন্দির প্রাঙ্গণে জড়ো হন এবং ঘটনার তীব্র নিন্দা জানান।
স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ বলেন,
“এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। পরিকল্পিতভাবে বারবার হিন্দুদের ধর্মীয় স্থাপনা ও বিশ্বাসে আঘাত করা হচ্ছে। এটি শুধু একটি প্রতিমা ভাঙার ঘটনা নয়—এটি আমাদের ধর্মীয় অনুভূতি, সংস্কৃতি ও অস্তিত্বের উপর সরাসরি আঘাত।”
তাঁরা আরও বলেন, স্বাধীন বাংলাদেশে এভাবে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা একটি সভ্য ও শান্তিপূর্ণ সমাজের জন্য গভীরভাবে উদ্বেগজনক। দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
এলাকাবাসী ও হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে প্রশাসনের কাছে মন্দিরের নিরাপত্তা জোরদার, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ভবিষ্যতে এ ধরনের হামলা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়েছে।