
জাতীয় স্মৃতিসৌধে বিজয় দিবসে শহীদদের প্রতি হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের শ্রদ্ধা নিবেদন
ঢাকা প্রতিনিধি :
মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান, মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সকাল ৮টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা একত্রিত হয়ে শহীদদের আত্মত্যাগ স্মরণ করেন এবং তাদের প্রতি সম্মান জ্ঞাপন করেন।
এসময় সংগঠনের নেতারা বলেন, “মুক্তিযুদ্ধে সকল ধর্ম-বর্ণের মানুষের সম্মিলিত অবদানে অর্জিত এই স্বাধীনতা। আজকের এই দিনে আমাদের সকলের দায়িত্ব— অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ থাকা।”
শ্রদ্ধা নিবেদনের সময় দেশপ্রেম, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের চেতনায় উজ্জীবিত হয়ে সকল শহীদের আত্মার প্রতি শান্তি কামনা করা হয়।
পরিশেষে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন কর্মসূচি শেষ হয়।