
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু পরিবারের প্রায় ১০ বিঘা জমি জবরদখলের অভিযোগ
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া): নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের সাধন গ্রামে একটি হিন্দু পরিবারের প্রায় ১০ বিঘা জমি জবরদখলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারটির দাবি, তাদের পৈত্রিক ও খরিদসূত্রে প্রাপ্ত জমি দীর্ঘদিন ধরে বৈধভাবে ভোগদখলে থাকলেও কিছু উগ্র ধর্মান্ধ ব্যক্তি জোরপূর্বক অবৈধভাবে জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট জমির সকল বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও অভিযুক্তরা কোনো আইন-কানুনের তোয়াক্কা না করে জমিতে প্রবেশ করে ধান কেটে নিয়ে গেছে এবং বর্তমানে আরও জমির ফসল কেটে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এতে আক্রান্ত পরিবারটি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে।
ভুক্তভোগী পরিবারটি ইতোমধ্যে আদালতের শরণাপন্ন হয়ে মামলা দায়ের করে। আদালত বিষয়টি আমলে নিয়ে উক্ত জমির উপর নিষেধাজ্ঞা (ইনজাংশন) জারি করেন এবং তদন্তের জন্য আনোয়ার কবির খানকে তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেন। আদালতের স্পষ্ট নির্দেশ ছিল—বিষয়টির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কেউ জমিতে প্রবেশ করতে পারবে না।
তবে অভিযোগ রয়েছে, অভিযুক্তরা আদালতের নির্দেশ উপেক্ষা করে পুনরায় জমিতে প্রবেশের চেষ্টা করছে এবং ভুক্তভোগী পরিবারের সদস্যদের শারীরিকভাবে লাঞ্ছিত করার হুমকি দিচ্ছে। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সচেতন মহল অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ভুক্তভোগী পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করা এবং আদালতের নির্দেশ কার্যকর করার জন্য প্রশাসনের জরুরি পদক্ষেপ প্রত্যাশা করা হচ্ছে।