
চট্টগ্রাম মেডিকেল কলেজে সুযোগ পেয়ে বাঁশখালীর মনীষা দত্ত
জয় দাশ, চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার সাধনপুর মাস্টারপাড়ার কন্যা মনীষা দত্ত চট্টগ্রাম মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পেয়ে পরিবারসহ পুরো এলাকাকে গর্বিত করেছেন। ২০২৫ সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় সারাদেশে ১২৯০তম মেধাক্রম অর্জনের মাধ্যমে দেশের অন্যতম সেরা এই মেডিকেল কলেজে নিজের স্থান নিশ্চিত করেন তিনি।
মনীষা দত্ত শিক্ষক দম্পতি আঁখি দত্ত ও সুবীর কান্তি দত্তের দ্বিতীয় কন্যা। তাঁর মা আঁখি দত্ত সাধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এবং পিতা সুবীর কান্তি দত্ত পূর্ব সাধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। শিক্ষাবান্ধব পরিবেশ, পারিবারিক অনুপ্রেরণা ও ব্যক্তিগত কঠোর অধ্যবসায়ের ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় শিক্ষকমহল, প্রতিবেশী ও আত্মীয়স্বজনরা মনীষার এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে অভিনন্দন জানিয়েছেন। তাঁদের মতে, মনীষার সাফল্য নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে।
এ বিষয়ে মনীষা দত্ত HindusNews-কে জানান, “ভবিষ্যতে একজন মানবিক ও দক্ষ চিকিৎসক হয়ে দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই।”