
ঝিনাইদহের কালীগঞ্জে মেহেগুনি বাগান থেকে হিন্দু যুবক প্রতাপ কুমারের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক :
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় কালার বাজার সংলগ্ন একটি মেহেগুনি বাগান থেকে প্রতাপ কুমার (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত প্রতাপ কুমার কালাপাড়া এলাকার বাসিন্দা প্রেম কুমারের বড় ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালবেলা এলাকাবাসী মেহেগুনি বাগানের ভেতরে একটি আম গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় প্রতাপ কুমারের লাশ দেখতে পান। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশের মানুষজন ঘটনাস্থলে জড়ো হন। পরে স্থানীয়রা কালীগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় সকাল আনুমানিক ১১টার দিকে লাশটি গাছ থেকে নামায়। এরপর পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। তবে প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে কোলা ফাঁড়ির ইনচার্জ আমির হোসেন জানান, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।”
তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে নিহত প্রতাপ কুমারের পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ। অল্প বয়সে প্রতাপ কুমারের এমন মর্মান্তিক মৃত্যু এলাকাবাসীর মাঝেও গভীর উদ্বেগ ও প্রশ্নের জন্ম দিয়েছে।