
মৌলভীবাজারে শ্রী শ্রী গোবিন্দ জিউর আখড়ায় ১৪তম অষ্টপ্রহরব্যাপী হরিনাম যজ্ঞের আয়োজন
শান্ত পাল, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
মৌলভীবাজার সদর উপজেলার ১১নং মোস্তফাপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে অবস্থিত সু-প্রাচীন শ্রী শ্রী গোবিন্দ জিউর আখড়ায় ১৪তম বার্ষিকী অষ্টপ্রহরব্যাপী হরিনাম যজ্ঞ মহোৎসবের আয়োজন করা হয়েছে। উৎসব উদযাপন পরিষদ-১৪৩২ বঙ্গাব্দ-এর উদ্যোগে আগামী ২০২৬ সালের জানুয়ারি মাসে এই মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
আয়োজক কমিটি সূত্রে জানা যায়, আগামী ০৯, ১০ ও ১১ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ (২৩, ২৪ ও ২৫শে জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ), রোজ শুক্রবার, শনিবার ও রবিবার—এই তিন দিনব্যাপী মহানাম যজ্ঞের অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
উক্ত ধর্মীয় অনুষ্ঠানে ধর্মবর্ণ নির্বিশেষে সকল সুধী ভক্তবৃন্দের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন উৎসব উদযাপন পরিষদের সভাপতি শ্রী হিমাংশু সূত্রধর হরিপদ এবং সাধারণ সম্পাদক শ্রী রূপন পাল।
এক যৌথ বিবৃতিতে আয়োজকবৃন্দ বলেন, "শ্রী শ্রী গোবিন্দ জিউর অশেষ কৃপায় আমরা এই মহোৎসবের আয়োজন করেছি। ঈশ্বরের কৃপা এবং ভক্তদের অকুন্ঠ সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে নাম যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করার প্রত্যয় আমাদের রয়েছে।"
সনাতন ধর্মাবলম্বী ভক্তদের পদচারণায় মুখরিত হবে এই মহোৎসব, এমনটাই প্রত্যাশা আয়োজকদের।