
সিলেটের কানাইঘাটে ফেইসবুক প্রেমের ফাঁদ: নাবালিকা হিন্দু মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ার আশঙ্কা, পরিবারের অজান্তেই বড় সর্বনাশ!
নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও টিকটক ব্যবহার করে প্রেমের ফাঁদে ফেলে এক নাবালিকা হিন্দু মেয়েকে সর্বনাশের পথে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রামের এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি সিলেটের কানাইঘাট উপজেলার চতুল এলাকার। মেয়েটির পরিবার বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে থাকায় বড় ধরণের সামাজিক ও পারিবারিক বিপর্যয়ের আশঙ্কা করছেন শুভাকাঙ্ক্ষীরা।
ঘটনার বিবরণ:
অভিযুক্ত যুবকের নাম ইমরান আরাফ (Imran Araf), যার বাড়ি চট্টগ্রামে। অভিযোগ সূত্রে জানা গেছে, এই যুবক এর আগেও একাধিক সম্পর্কে জড়িয়ে নারীদের সাথে প্রতারণা করেছে। বর্তমানে সে নিজের ৮ মাসের পুরনো সম্পর্কের কথা গোপন করে সিলেটের এক হিন্দু পরিবারের নাবালিকা মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছে।
ভুক্তভোগী ও কৌশল:
সিলেটের কানাইঘাট উপজেলার চতুল এলাকার একটি হিন্দু পরিবারের মেয়ে এই প্রতারণার শিকার। মেয়েটির নাম সম্ভবত অনুশ্রী (পারিবারিক নাম: অনমুখা বিশ্বাস)।
চাঞ্চল্যকর তথ্য হলো, মেয়েটি যোগাযোগের জন্য নিজের কোনো ব্যক্তিগত ফোন বা আইডি ব্যবহার করছে না। সে তার মায়ের ফেইসবুক আইডি ব্যবহার করে ওই যুবকের সাথে চ্যাটিং ও যোগাযোগ চালিয়ে যাচ্ছে। এছাড়া টিকটকে ছেলেটির ৪টি আইডির সাথেই মেয়েটির নিয়মিত যোগাযোগ রয়েছে।
আশঙ্কার কারণ:
উভয় ভিন্ন ধর্মাবলম্বী হওয়ায় বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। আশঙ্কা করা হচ্ছে, ইমরান আরাফ নামের ওই যুবক মেয়েটিকে ফুসলিয়ে বাড়ি থেকে পালিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। যেহেতু মেয়েটি তার মায়ের আইডি ব্যবহার করছে, তাই অনলাইনে সতর্কবার্তা পাঠালেও মেয়েটি তা ডিলিট করে দিচ্ছে এবং পরিবার পর্যন্ত খবর পৌঁছাচ্ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী (যিনি ওই ছেলের দ্বারা পূর্বে প্রতারিত) জানান, "ছেলেটি অত্যন্ত ধূর্ত এবং চরিত্রহীন। সে মেয়েটিকে ব্লক করতে বাধ্য করেছে এবং তাকে নিয়ে পালিয়ে যাওয়ার প্ল্যান করছে। একটি হিন্দু মেয়ে যদি এভাবে পালিয়ে যায়, তবে সমাজ ও পরিবার তাকে আর মেনে নেবে না। মেয়েটির জীবন বাঁচাতে এখনই তার পরিবারকে জানানো প্রয়োজন।"
এলাকাবাসীর প্রতি অনুরোধ:
কানাইঘাট ও চতুল এলাকার সচেতন সনাতন ধর্মাবলম্বী এবং এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। যদি কেউ এই পরিবারটিকে চিনে থাকেন, দয়া করে মেয়েটির অভিভাবকদের সরাসরি (অফলাইনে) বিষয়টি জানান। মেয়েটি যেন কোনোভাবেই ঘর থেকে পালিয়ে ভুল পথে পা না বাড়ায়, সে ব্যাপারে এখনই সতর্ক হওয়া জরুরি।
সতর্কবার্তা:
অনলাইন প্রেমের ক্ষেত্রে অভিভাবকদের সন্তানদের প্রতি আরও নজরদারি বাড়ানো প্রয়োজন। মায়ের আইডি ব্যবহার করে সন্তান কার সাথে কথা বলছে, তা নিয়মিত তদারকি না করলে যেকোনো সময় ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা।